‘আগামীকালের গান’
2021-09-08 14:08:10

‘আগামীকালের গান’_fororder_wang

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং চুন খাই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ওয়াং চুন খাই, ১৯৯৯ সালের ২১ সেপ্টেম্বর চীনের ছোংছিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একইসঙ্গে একজন অভিনেতাও বটে।

 

২০১৩ সালের ৬ অগাস্ট তিনি ওয়াং ইউয়ান এবং ই ইয়াং ছিয়ান সি’র সঙ্গে TFBOYS নামে সংগীতব্যান্ড গঠন করে আনুষ্ঠানিকভাবে সংগীত-মহলে পা রাখেন। তিনি হলেন ব্যান্ডের প্রধান। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ওয়াং চুন খাই প্রথমবারের মতো চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র বসন্ত উত্সব গালার মঞ্চে গান পরিবেশন করেন।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং চুন খাই-এর গান ‘আগামীকালের গান’। গানের কথায় বলা হয়: বাবা মা আমাকে বলেছিলেন, জীবনকে তাত্পর্যপূর্ণ করা উচিত। শিক্ষক আমাকে বলেছিলেন, সোনা দিয়েও সময় কেনা যায় না। সময় গোপনে চলে গেছে, যখন আমি গুরুত্ব দেই নি। অনেক অলীক স্বপ্ন দেখেছি, জেগে উঠে সব ভুলে গেছি। যদি আগামীকালের অপেক্ষা করি, তাহলে জীবনের সব আগামীকাল আমাদের জন্য অপেক্ষা করবে?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়াং চুন খাই-এর গান ‘হ্যালো, আগামীকাল’। গানের কথাগুলো এমন: গতকাল আমরা, চলে গেছি। ভাগ্যের চত্বরের মাঝে অপেক্ষা করি। আগে সঙ্গে এগিয়ে যাওয়া বন্ধুরা, এখন আর নেই। শুধু সেই গভীর রাতের কথা, আমি মনে রেখেছি। বড় হওয়ার পর আমি শুধুই দৌড়িয়েছে। আমার ভয় লাগে, অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে যাবো। হ্যালো, আগামীকাল, আরো সুন্দর হলে আরো ভয় লাগে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ওয়াং চুন খাই-এর গান ‘গোলাপ ছেলে’। গানের কথায় বলা হয়, কার আত্মা কার শরীরে আছে। কার শরীর নিজের কারাগার হয়েছে। তোমার দোষ নেই, এই  বিশ্বের দোষ আছে। তোমার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়াং চুন খাই-এর গান ‘গাছের কথা’। গানের কথাগুলো এমন: কেউ শুনতে পায় না, সে দিন-রাত ধরে কামনা করছে। নদীর হাসি নেই, ফুলের সুগন্ধও পাওয়া যায় না। আমি তার স্বপ্ন পূরণ করতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং চুন খাই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)