লাওস নিউ মিডিয়া ইনোভেশন উন্নয়ন ফোরাম চীন ও লাওসের মিডিয়ার মধ্যে সহযোগিতা ও বিনিময়কে উত্সাহিত করে
2021-09-07 14:02:40

২৬ অগাস্ট চায়না মিডিয়া গ্রুপের ভিয়েনতিয়েন এফএম এবং লাওস জাতীয় সংবাদদাতা কমিটির যৌথ উদ্যোগে লাওস নিউ মিডিয়া ইনোভেশন উন্নয়ন ফোরাম লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত হয়। লাওসের কেন্দ্রীয় ও স্থানীয় গণমাধ্যমের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ ও পণ্ডিতসহ প্রায় একশ মানুষ অনলাইন বা অফলাইনে ‘চীনা মূলধারার গণমাধ্যমের বাস্তব অভিজ্ঞতার প্রয়োগ’ এবং ‘চীন-লাওস মিডিয়া সহযোগিতার নতুন দিক’সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছে এবং চীন-লাওস মিডিয়া সহযোগিতা ও বিনিময়ের বিষয়ে ব্যাপক ঐকমত্য হয়েছে।

 

লাওস জাতীয় সংবাদদাতা কমিটির চেয়ারম্যান শাওয়ানর্কন রাচামুন্ডি উল্লেখ করেন যে, চলতি বছর হলো চীন ও লাওসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। এ বছর ‘চীন-লাওস বন্ধুত্বপূর্ণ বছর’। দুই দেশের মিডিয়ার সহযোগিতা উন্নত করা উচিত।

শাওয়ানর্কন চায়না মিডিয়া গ্রুপ ও লাওসের মিডিয়ার মধ্যে ব্যাপক ও ফলপ্রসূ সহযোগিতার উচ্চ মূল্যায়ন করেন। তিনি আশা করেন, এবার ফোরামের মাধ্যমে লাও মিডিয়া চীনা মিডিয়ার উন্নত অভিজ্ঞতা থেকে শিখবে এবং ব্যাপক অগ্রগতি অর্জন করবে।

লাও জাতীয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান, ব্রিটেনে সাবেক লাও রাষ্ট্রদূত, লাও-চীন মৈত্রী অ্যাসোসিয়েশনের মহাসচিব, চায়না মিডিয়া গ্রুপের এশিয়া-আফ্রিকা অঞ্চলের লাও বিভাগের পরিচালকসহ বিভিন্ন অতিথি এতে অংশ নিয়েছেন এবং ভাষণ দিয়েছেন।