টোকিও প্রতিবন্ধী অলিম্পিক গেমস এখন চলছে। প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রতি মানুষের ততটা আকর্ষণ নেই। তবে প্রতিবন্ধী খেলোয়াড়দের চেষ্টা শিক্ষণীয় ও প্রশংসনীয়। সর্বোপরি, তারা শারীরিক ত্রুটির বাধা মোকাবিলা করে শারীরিক সীমা অতিক্রম করে প্রতিদিন কঠিন প্রশিক্ষণ নেন। যাই হোক, অন্য দৃষ্টিকোণ থেকে বলা যায়, এটি তাদের জন্য বড় সান্ত্বনা। কারণ, তারাও খেলাধুলা করতে পারেন এবং প্রতিবন্ধী হয়েও অলিম্পিক চ্যাম্পিয়নের সম্মান অর্জন করতে পারেন। স্বপ্নের পেছনে ছুটে চলা এবং পরিশ্রম করার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। আজকের ভিডিওতে আমি ‘কালো চোখ’ নামে চীনের একটি চলচ্চিত্র তুলে ধরতে চাই। এ চলচ্চিত্রে একজন প্রতিবন্ধী খেলোয়াড়ের গল্প বলা হয়েছে। বিস্তারিত দেখার জন্য সঙ্গেই থাকুন।