কবি হু সুতুংয়ের অকাল প্রয়াণ
2021-09-03 18:27:42

কবি হু সুতুংয়ের অকাল প্রয়াণ_fororder_a2

চীনের প্রখ্যাত কবি হু সুতুং চলে গেলেন মাত্র ৪৭ বছর বয়সে। ২৩ আগস্ট মৃত্যু বরণ করেন এই প্রথিতযশা কবি। ১৯৭৪ সালে ছোংছিং শহরে জন্ম গ্রহণ করেন তিনি। সত্তর দশকে জন্মগ্রহণকারীদের মধ্যে তিনি চীনের প্রথম দশজনের অন্যতম শ্রেষ্ঠ কবি বলে গণ্য। ১৯৯৮ সালে তিনি লিউ লিয়ান পোয়েট্রি অ্যাওয়ার্ড এবং ২০০৩ সালে রোওগাং পোয়েট্রি অ্যাওয়ার্ড পান।

বেইজিংবাসী এই কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো ‘জলের কিনারে’, বর্ষপঞ্জির শক্তি, ভ্রমণ কবিতা ইত্যাদি। তিনি গদ্যলেখক হিসেবেও জনপ্রিয় ছিলেন। তার লেখা ইংরেজি, স্প্যানিশ, জার্মান, পর্তুগিজ ও জাপানিজ ভাষায় অনুদিত হয়েছে। তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফরেন ল্যাংগুয়েজের শিক্ষক ছিলেন। তুলনামূলক বিশ্ব সাহিত্য, ল্যাটিন  আমেরিকান বিশেষ করে ব্রাজিলের সাহিত্যে তার গভীর পাণ্ডিত্য ছিল।

তিনি একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব, পত্রিকা ও ম্যাগাজিনের তুখোড় কলামিস্ট ছিলেন। কবি হু সুতুংয়ের মৃত্যুতে চীনের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। কবির মৃত্যুর চতুর্থ দিনে বেইজিংয়ে বিশাল আকারে তার শেষ কৃত্যের আয়োজন করা হয়। সেখানে অসংখ্য ভক্ত ও অনুরাগী কবির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

-শান্তা মারিয়া।