আপন আলোয় ৩২
2021-09-03 18:26:24

আপন আলোয় ৩২_fororder_a1.jpg

এ পর্বে থাকছে

১. বিশেষ প্রতিবেদন: কবি হু সুতুংয়ের অকাল প্রয়াণ

 

২. অন্তরঙ্গ আলাপন: বুলবুল ইসলাম, রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক

 

 

 

 

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

 

কবি হু সুতুংয়ের অকাল প্রয়াণ

আপন আলোয় ৩২_fororder_a2

ছবি: সদ্য প্রয়াত কবি হু সুতুং

চীনের প্রখ্যাত কবি হু সুতুং চলে গেলেন মাত্র ৪৭ বছর বয়সে। ২৩ আগস্ট মৃত্যু বরণ করেন এই প্রথিতযশা কবি। ১৯৭৪ সালে ছোংছিং শহরে জন্ম গ্রহণ করেন তিনি। সত্তর দশকে জন্মগ্রহণকারীদের মধ্যে তিনি চীনের প্রথম দশজনের অন্যতম শ্রেষ্ঠ কবি বলে গণ্য। ১৯৯৮ সালে তিনি লিউ লিয়ান পোয়েট্রি অ্যাওয়ার্ড এবং ২০০৩ সালে রোওগাং পোয়েট্রি অ্যাওয়ার্ড পান।

বেইজিংবাসী এই কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো ‘জলের কিনারে’, বর্ষপঞ্জির শক্তি, ভ্রমণ কবিতা ইত্যাদি। তিনি গদ্যলেখক হিসেবেও জনপ্রিয় ছিলেন। তার লেখা ইংরেজি, স্প্যানিশ, জার্মান, পর্তুগিজ ও জাপানিজ ভাষায় অনুদিত হয়েছে। তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফরেন ল্যাংগুয়েজের শিক্ষক ছিলেন। তুলনামূলক বিশ্ব সাহিত্য, ল্যাটিন আমেরিকান বিশেষ করে ব্রাজিলের সাহিত্যে তার গভীর পাণ্ডিত্য ছিল।

তিনি একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব, পত্রিকা ও ম্যাগাজিনের তুখোড় কলামিস্ট ছিলেন। কবি হু সুতুংয়ের মৃত্যুতে চীনের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। কবির মৃত্যুর চতুর্থ দিনে বেইজিংয়ে বিশাল আকারে তার শেষ কৃত্যের আয়োজন করা হয়। সেখানে অসংখ্য ভক্ত ও অনুরাগী কবির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

-শান্তা মারিয়া।

 

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

অন্তরঙ্গ আলাপন

গুরুর কাছে গানকে বিদ্যা হিসেবে দীক্ষা নিতে হয়: বুলবুল ইসলাম

আপন আলোয় ৩২_fororder_a3

এক. মুক্তিযুদ্ধের সময় রবীন্দ্রনাথের কয়েকটি গান খুব জনপ্রিয় হয়- বিশেষ করে আমার সোনার বাংলা, ও আমার দেশের মাটি, যদি তোর ডাক শুনে কেউ, আমি ভয় করব না ভয় করব না- এ সব গান। রেডিওতে লুকিয়ে লুকিয়ে গান শুনতাম এবং শুনতে শুনতে গানের প্রতি ভালোবাসা। যখন আমি গান শেখা শুরু করলাম তখন নিজের মনের অজান্তেই রবীন্দ্রনাথের গান বেছে নিলাম।

দুই. নবীন শিল্পীদের জন্য আমার একটি জরুরি কথা: প্রধানত গান হচ্ছে গুরুমুখী বিদ্যা। এটা একা একা শেখার বিষয় নয়। গুরুর কাছে গানকে বিদ্যা হিসেবে দীক্ষা নিতে হয়। সে জন্য ভেবেচিন্তে নির্বাচন করতে হয় কার কাছে গান শিখবো। উপযুক্ত গুরুর কাছে না শিখলে- ভালো না হয়ে ক্ষতির আশঙ্কা বেশি।

তিন. সংগীত নিয়ে আমার ব্যক্তিগত কোনো পরিকল্পনা নেই। আমি সবসময় সবার সঙ্গে  চলতে পছন্দ করি, সবাইকে নিয়ে চলতে পছন্দ করি। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আর আনন্দধ্বনি ছাড়া অন্য কোথাও আমি এতকাল গান শেখাইনি। এখন গান শেখানোর ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রয়োজন হলে সেটা আমি রাখবো।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের সংগীতভাবনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বললেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী বুলবুল ইসলাম। তাঁর অনন্য গায়নশৈলীতে শুনিয়েছেন ক'টি অসাধারণ রবীন্দ্রসংগীত!

-সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম

 

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

 

প্রতিবেদন: শান্তা মারিয়া

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।