গুরুর কাছে গানকে বিদ্যা হিসেবে দীক্ষা নিতে হয়: বুলবুল ইসলাম
2021-09-03 18:32:19

গুরুর কাছে গানকে বিদ্যা হিসেবে দীক্ষা নিতে হয়: বুলবুল ইসলাম_fororder_a3

এক. মুক্তিযুদ্ধের সময় রবীন্দ্রনাথের কয়েকটি গান খুব জনপ্রিয় হয়- বিশেষ করে আমার সোনার বাংলা, ও আমার দেশের মাটি, যদি তোর ডাক শুনে কেউ, আমি ভয় করব না ভয় করব না- এ সব গান। রেডিওতে লুকিয়ে লুকিয়ে গান শুনতাম এবং শুনতে শুনতে গানের প্রতি ভালোবাসা। যখন আমি গান শেখা শুরু করলাম তখন নিজের মনের অজান্তেই রবীন্দ্রনাথের গান বেছে নিলাম।

দুই. নবীন শিল্পীদের জন্য আমার একটি জরুরি কথা: প্রধানত গান হচ্ছে গুরুমুখী বিদ্যা। এটা একা একা শেখার বিষয় নয়। গুরুর কাছে গানকে বিদ্যা হিসেবে দীক্ষা নিতে হয়। সে জন্য ভেবেচিন্তে নির্বাচন করতে হয় কার কাছে গান শিখবো। উপযুক্ত গুরুর কাছে না শিখলে- ভালো না হয়ে ক্ষতির আশঙ্কা বেশি।

তিন. সংগীত নিয়ে আমার ব্যক্তিগত কোনো পরিকল্পনা নেই। আমি সবসময় সবার সঙ্গে চলতে পছন্দ করি, সবাইকে নিয়ে চলতে পছন্দ করি। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আর আনন্দধ্বনি ছাড়া অন্য কোথাও আমি এতকাল গান শেখাইনি। এখন গান শেখানোর ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রয়োজন হলে সেটা আমি রাখবো।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের সংগীতভাবনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বললেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী বুলবুল ইসলাম। তাঁর অনন্য গায়নশৈলীতে শুনিয়েছেন ক'টি অসাধারণ রবীন্দ্রসংগীত!

-সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম