সেপ্টেম্বর ০৩:গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলার ‘বৈশ্বিক পরিষেবা বাণিজ্য শীর্ষ সম্মেলন’অনুষ্ঠিত হয়েছে। এতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এক ভিডিও ভাষণ দিয়েছেন।
সি চিন পিং বলেন, পরিষেবা বাণিজ্য হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ খাত। তা নতুন উন্নয়ন পরিস্থিতি প্রতিষ্ঠার খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীন বিভিন্ন পক্ষের সাথে উন্মুক্ততা, সহযোগিতা, পারস্পরিক কল্যাণ বজায় রাখতে ইচ্ছুক। চীন সব পক্ষের সাথে পরিষেবা বাণিজ্যের উন্নয়নের সুযোগসুবিধা ভাগাভাগি করবে এবং একযোগে বৈশ্বিক অর্থনৈতিক পুণরুদ্ধার ও বৃদ্ধি তরান্বিত করবে।
ভিডিও ভাষণে তিনি ঘোষণা করেন, চীন তার উন্মুক্ততার মান আরো উন্নত, জাতীয় পরিষেবা উদ্ভাবন উন্নয়নের মডেল অঞ্চল প্রতিষ্ঠা, সহযোগিতা আরো সম্প্রসারণ, এবং পরিষেবা নীতিমালা উন্নত করবে।
তিনি বলেন,“আমরা উন্মুক্ততার মান আরো উন্নত, এবং জাতীয় পরিষেবা উদ্ভাবন উন্নয়নের মডেল অঞ্চল প্রতিষ্ঠার চেষ্টা করব। আমরা সহযোগিতা সম্প্রসারণ, এবং “এক অঞ্চল, এক পথ” উদ্যোগ সংশ্লিস্ট দেশের পরিষেবা শিল্পের উন্নয়ন সমর্থন করব। চীনের প্রযুক্তিগত উন্নয়নের সুফলাফল বিশ্বের সাথে ভাগাভাগি করব। পরিষেবা খাতের নীতিমালার উন্নয়ন জরদার করব। ডিজিটাল বাণিজ্যিক মডেল জোন প্রতিষ্ঠা করব। মাঝারি ও ছোট শিল্পপ্রতিষ্ঠানের উদ্ভাবন উন্নয়নের প্রতি সমর্থন দেব।”
সি চিন পিং বলেন, “আমরা হাতে হাত রেখে মহামারী প্রতিরোধ, ও সমস্যা সমাধান করব। শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের সোনালী পদ্ধতি প্রয়োগ করে বর্তমান বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণ্যিজ ও বিনিয়োগ সমস্যা সমাধন করব। একযোগে আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি করব।”
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সেন্ডার লোকাসেনকোসহ একাধিক দেশের শীর্ষ নেতৃবৃন্দ ওই শীর্ষ সম্মেলনে ভিডিও ভাষণ দিয়েছেন।
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট জানান, জিম্বাবুয়ে পরিষেবা বাণ্যিজ খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
তিনি বলেন, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় সহযোগিতা জিম্বাবুয়ের সম্ভাব্য উন্নয়ন সফল করবে।
পাশাপাশি, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার মহাসচিব মাথায়াস করমেন, জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন অধিবেশনের ভারপ্রাপ্ত মহাসচিব ইসাবেলা ডোরান্ট, ও বিশ্ব বাণিজ্য সংস্থার উপপ্রধান আনাবেল গোনজালেজ শীর্ষ সম্মেলনে ভিডিও ভাষণ দিয়েছেন।
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন অধিবেশনের ভারপ্রাপ্ত মহাসচিব জানান, ২০২১ সালের চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলার থিম হচ্ছে “ডিজিটাল ভবিষ্যতের সুচনা করে পরিষেবা উন্নয়নকে ত্বরানিত্ব করা”। এটি আসলে অনেক অর্থবহ।
তিনি বলেন,“ডিজিটাল প্রযুক্তি উন্নয়নশীল দেশের শিল্পপ্রতিষ্ঠানের জন্য অনেক নতুন সুযোগ সৃষ্টি করে। তারা আরো কম খরচে এবং দ্রুতগতিতে বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারে।”
উল্লেখ্য, ২০২১ সালের চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্য মেলা সেপ্টেম্বরের ২ থেকে ৭ তারিখ পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের ১৫৩টি দেশ ও অঞ্চলের ১২ হাজারেরও বেশি শিল্পপ্রতিষ্ঠান এতে অংশগ্রহন করেছে।
চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) থেকে আকাশ