চীনে ক্রমেই জনপ্রিয় হচ্ছে এথনিক টুরিজম
2021-09-02 20:01:08

শান্তা মারিয়া, ঢাকা: এথনিক টুরিজম ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে চীনে। ইয়াও জাতির প্রাচীন গ্রাম লিপো হয়ে উঠেছে এথনিক টুরিজমের প্রাণকেন্দ্র।

চীনে ক্রমেই জনপ্রিয় হচ্ছে এথনিক টুরিজম_fororder_j1

পাহাড় ঘেরা এক প্রাচীন গ্রাম ইয়াওশান। সেখানে বাজছে প্রাচীন যুগের ঢাকঢোল। চলছে সাংস্কৃতিক পরিবেশনা।

চীনে ক্রমেই জনপ্রিয় হচ্ছে এথনিক টুরিজম_fororder_j2

চীনের কুইচোও প্রদেশের লিপো জেলার এই গ্রামে গ্রামে বাস করেন ইয়াও এথনিক গ্রুপের মানুষ। তাদের জীবনাচার দেখতেই শহর থেকে ছুটছেন পর্যটকদল। আসছেন ইয়াও এথনিক সংস্কৃতির স্বাদ নিতে।

চীনে ক্রমেই জনপ্রিয় হচ্ছে এথনিক টুরিজম_fororder_j3

আকর্ষণীয় কারুশিল্প, খাদ্য, পোশাক, নৃত্য ও সংগীতে সমৃদ্ধ চীনের বিভিন্ন এথনিক গ্রুপের সংস্কৃতি। পর্যটকরা বলছেন, প্রাচীন সংস্কৃতি উপভোগের পাশাপাশি এখানে আছে গ্রামীণ জীবনের স্বাদ।

“এখানে অভিজ্ঞতা নেয়ার মতো অনেক কিছু আছে। বাঁশ বোনা, পটারি শিখতে পারছি। এথনিক উপাদানের সঙ্গে পর্যটনকে সমন্বয় করার বিষয়টি চমৎকার।”

চীনে ক্রমেই জনপ্রিয় হচ্ছে এথনিক টুরিজম_fororder_j4

ইয়াও এথনিক সংস্কৃতির স্বাদ নিতে জুলাই মাসে প্রতিদিন এ গ্রামে একশ’র বেশি পর্যটক এসেছেন। প্রতিদিন বিক্রি হয়েছে তিন হাজার ইউয়ান দামের বাঁশের শিল্পসামগ্রী।

চীনে ক্রমেই জনপ্রিয় হচ্ছে এথনিক টুরিজম_fororder_j5

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই প্রাচীন গ্রামটিতে এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ পর্যটক এসেছেন। পর্যটন থেকে গ্রামের আয় হয়েছে ১০ মিলিয়ন ইউয়ান। প্রাচীন সংস্কৃতির পাশাপাশি এখানে পর্যটকদের জন্য রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধাও।