আজকের টপিক: সেবা বাণিজ্য মেলার প্রত্যাশা
2021-09-02 15:35:27

আজকের টপিক: সেবা বাণিজ্য মেলার প্রত্যাশা_fororder_微信图片_20210902145008

সেপ্টেম্বর ০২: আজ বৃহস্পতিবার বেইজিংয়ে শুরু হয়ে আগামি মঙ্গলবার পর্যন্ত চলবে ‘চীনের আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলা—২০২১’।  এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ডিজিটাল ভবিষ্যতের সূচনা করে সেবার উন্নয়ন ত্বরান্বিত করা’। আজকের টপিক অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আলোচনা করবো।

 

সেবা শিল্পের উন্মুক্ততা ও সহযোগিতার ক্রমশ উন্নয়নকে এগিয়ে নেয়া এখন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। গত বছরেরে মেলার বৈশ্বিক সেবা বাণিজ্য শীর্ষ সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ।

 

আর তা হল: ‘যৌথভাবে উন্মুক্ত ও সহনশীল সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা’, ‘উদ্ভাবন-কেন্দ্রিক সহযোগিতামূলক চালিকাশক্তি যৌথভাবে মজবুত করা’ এবং ‘যৌথভাবে পারস্পরিক কল্যাণকর সহযোগিতামূলক পরিস্থিতি গড়ে তোলা’।

আজকের টপিক: সেবা বাণিজ্য মেলার প্রত্যাশা_fororder_微信图片_20210902145039

গত এক বছর ধরে চীনা প্রেসিডেন্ট সি’র এই তিনটি প্রস্তাব প্রাণবন্ত বাস্তবে রূপান্তরিত হয়েছে। বিভিন্ন দেশের সেবা শিল্প এবং সেবা বাণিজ্যের উন্নয়নকে এগিয়ে নেয়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার ও বাণিজ্যিক উন্নয়নে চীনা অবদান এটি।

 

চলতি বছরের ২৬ আগস্ট চীনে প্রথম আন্তঃদেশীয় সেবা বাণিজ্য সংক্রান্ত নেতিবাচক তালিকা তথা ‘হাইনান অবাধ বাণিজ্য বন্দর সংক্রান্ত আন্তঃদেশীয় সেবা বাণিজ্যের বিশেষ পরিচালনা ব্যবস্থা’ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

 

এই তালিকায় স্পষ্টভাবে বলা হয়, বৈদেশিক সেবা বাণিজ্য খাতে ১১টি ইভেন্টের ৭০টি আইটেমের বিশেষ পরিচালনা ব্যবস্থা রয়েছে। এই তালিকার বাইরে দেশি-বিদেশী সেবা বাণিজ্য ব্যবসায়ীদের ওপর একই ব্যবস্থা গ্রহণ করে হাইনান অবাধ বাণিজ্য বন্দর কর্তৃপক্ষ। এই তালিকা চীনে সেবা বাণিজ্যের এগিয়ে নেয়ার জন্য সহায়ক এবং সামষ্টিকভাবে চীনের উন্মুক্তকরণের মান উন্নয়ন করেছে।

 

‘চীনের আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলা—২০২০’-এর বৈশ্বিক সেবা বাণিজ্য শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেছিলেন, “আমাদের উচিত ডিজিটাল নেটওয়ার্কের বুদ্ধিদীপ্ত উন্নয়ন প্রবণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ করা। যাতে সেবা বাণিজ্যের ডিজিটাল প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা পালন করা যায়।”

 

২০২১ সালের ‘চীনের আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলায়’ প্রথমবারের মতো ডিজিটাল সেবা সংক্রান্ত বিশেষ বুথ থাকবে। এখানে ডিজিটাল বাণিজ্য শীর্ষ সম্মেলনের ফোরাম ও সংশ্লিষ্ট পেশাদার সম্মেলন আয়োজিত হবে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এবারের মেলা আরো বেশি সফল হবে।

 

বেইজিংয়ের একটি নির্মাণ সাইটে নির্মাণ কর্মীদের পরা এক নিরাপদ টুপি ছিল আগের তুলনায় একদম ভিন্ন। এই টুপির মধ্যে স্থাপিত হয়েছে একটি চিপ। এ টুপি পরা কর্মীদের তত্পরতা সরাসরি পর্যবেক্ষণ করা যায়।

আজকের টপিক: সেবা বাণিজ্য মেলার প্রত্যাশা_fororder_微信图片_20210902145026

চীনা স্থাপত্য শিল্পপ্রতিষ্ঠানের ‘বাইরে যাওয়া’ নীতি কাজে লাগিয়ে এই টুপিও বিদেশে চলে গেছে। এ বছরের জুন মাসের শেষ দিকে ‘এক অঞ্চল, এক পথ’ বরাবর দেশগুলোর সঙ্গে চীনের স্বাক্ষরিত প্রকল্প চুক্তির সংখ্যা ছিল ২৫০০টিরও বেশি। এই প্রক্রিয়ায় প্রবল ডিজিটাল নকশাও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি সেসব দেশে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে।

 

২০২০ সালে ব্রাজিলের সর্বোচ্চ বাণিজ্য অংশীদার হিসেবে চীনের ব্রাজিলের সঙ্গে দ্বিপাক্ষিক খাতে আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। সেখানে সেবা বাণিজ্য উন্নয়নে বিশাল সম্ভাবনা রয়েছে।

 

ব্রাজিলের বাণিজ্য সংস্থার চীনা বিভাগের প্রধান নির্বাহী বলেন, ‘কোভিড-১৯ মহামারী বিশ্বে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সেবা বাণিজ্য মেলা বৈশ্বিক সেবা খাতের উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক হবে। বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠান এই প্ল্যাটফর্মের মাধ্যমে চীনের উন্নয়নে যোগ দিতে পারবে।

 

কুয়াংতুং রপ্তানি মেলায় ‘চীনা নির্মাণ’ থেকে আমদানি মেলায় ‘চীনা বাজার’ এবং সেবা বাণিজ্য মেলায় ‘চীনা সেবা’—এসব প্রক্রিয়া চীনের বৈদেশিক উন্মুক্তকরণের ব্যবস্থা ফুটে ওঠেছে। এটি বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধারে চালিকাশক্তি যুগিয়েছে।  (ওয়াং হাইমান/এনাম/ছাই)