বিদ্যালয়ের প্রথম দিনটি প্রত্যেক শিশু ও তার অভিভাবকের জন্য একটি স্মরনীয় ঘটনা। বিদ্যালয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রতিটি শিশুর শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সূচনা হয়। অথচ করোনা মহামারীর কারণে এই প্রথম দিনের অপেক্ষায় পুরো বিশ্বের প্রায় ১৪ কোটি শিশু। এই অপেক্ষার প্রহর কেবল বাড়ছেই। সম্প্রতি জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর একটি প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এদিকে, নতুন সেমিস্টারে পয়লা সেপ্টেম্বর থেকে চীনা শিক্ষার্থীরা পুনরায় স্কুলে যেতে শুরু করেছে। এটা সম্ভব হচ্ছে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চীনের উল্লেখযোগ্য সাফল্যের কারণে।
কোভিড-১৯ ভাইরাসের অনেক ভ্যাক্সিন আবিষ্কৃত হয়েছে। বহু দেশের মানুষ ভ্যাক্সিন গ্রহণ করছেন। এখন ভ্যাক্সিনের ব্যাপক প্রয়োগের মাধ্যমে হার্ড ইমিউনিটি গ্রো করার মাধ্যমে মহামারী নিয়ন্ত্রণে আনা এবং শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম শুরু করা মূল লক্ষ্য হওয়া উচিত। পাশাপাশি, বিদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে আনাও জরুরি।