ফাং লোং
2021-09-01 09:41:07

ফাং লোং_fororder_QQ截图20210824163433

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ফাং লোং। তিনি একজন সংগীত শিক্ষকও বটে। খুব বেশি গান প্রকাশ না করলেও তার প্রায় প্রতিটি গান বেশ জনপ্রিয়। কতটা জনপ্রিয়? চীনে প্রায় সব মানুষ তার কয়েকটি গান গাইতে পারে! বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনুন ফাং লোং’র খুব জনপ্রিয় একটি গান ‘প্রেমের সংগীত’।গান ১

ফাং লোং ১৯৭১ সালে চীনের লিয়াওনিং প্রদেশের ফুসিন শহরে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক স্কুলে পড়াশোনার সময় তার বাবা তাকে একটি গিটার উপহার দেন। তখন থেকে ফাং লোং সংগীতে নিমগ্ন হন এবং এমনকি সংগীতের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ মিস করেন। মাধ্যমিক স্কুল থেকে স্নাতক পাস করে তিনি ইলেক্ট্রিশিয়ান (Electrician ) হন। কাজের পাশাপাশি গান গাইতে থাকেন তিনি। এরপর তিনি গান গাওয়া শিখেন। বন্ধুরা, এখন ফাং লোংয়ের গান ‘আমি গান গাইতে চাই’ শুনুন।গান ২

পড়াশোনা শেষ করে ফাং লোং শিল্পী হওয়ার সিদ্ধান্ত নেন। ২০০০ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। কিন্তু অ্যালবামটি জনপ্রিয়তা পায় নি। এরপর তিনি বিভিন্ন বারে গান গাওয়া শুরু করেন। এভাবে চার বছর কেটে যায়। তিনি তার বিশেষ কণ্ঠের জন্য কিছুটা পরিচিতি পান। ২০০৪ সালে ফাং লোং নতুন অ্যালবাম ‘দুটি প্রজাপতি’ প্রকাশ করেন। এই অ্যালবামের প্রধান গান ‘দুটি প্রজাপতি’ দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে এবং অনেক জনপ্রিয় হয়। এক সময়ে প্রায় সব চীনা মানুষ এই গানের সঙ্গে পরিচিত হয়। বন্ধুরা, এখন ফাং লোংয়ের  জনপ্রিয় গান ‘দুটি প্রজাপতি’ শুনুন।গান ৩

ফাং লোং_fororder_QQ截图20210824163411

ফাং লোংয়ের গান ‘দুটি প্রজাপতি’ কেমন লাগলো? এই গান জনপ্রিয় হওয়ার পর ফাং লোংও বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০৫ সালে তিনি নতুন অ্যালবাম ‘তুমি আমার গোলাপ ফুল’ প্রকাশ করেন। আগের অ্যালবামের মতো এই অ্যালবামের প্রধান গান ‘তুমি আমার গোলাপ ফুল’ও দেশব্যাপী অনেক জনপ্রিয় হয়। বন্ধুরা, এখন এই সুন্দর প্রেমের গান  ‘তুমি আমার গোলাপ ফুল’ শুনুন।গান ৪

চিলিন প্রদেশ চীনের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। চীনের উত্তর-পূর্বাঞ্চল উর্বর জমি, সুন্দর দৃশ্য ও আবেগপূর্ণ মানুষের জন্য পরিচিত। এই প্রদেশের মানুষ হিসেবে ফাং লোং তার জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন। সুন্দর উত্তর-পূর্বাঞ্চলের জন্য ফাং লোং একটি গানও তৈরি করেন। এই গানে উত্তর-পূর্বাঞ্চলের সুন্দর দৃশ্য তুলে ধরা হয় এবং মানুষের জীবন ও রীতিনীতি প্রতিফলিত হয়। বন্ধুরা, এখন শুনুন ফাং লোংয়ের সেই জনপ্রিয় গান ‘আমার বাসা উত্তর-পূর্বাঞ্চলে’।গান ৫

জনপ্রিয়তা পাওয়ার পর ফাং লোং অনেকগুলো বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু, শিল্পী হয়ে সংগীতাঙ্গনের বাইরের কাজ করা উচিত মনে করেন না তিনি। তাই জনপ্রিয়তার চূড়ায় উঠে তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত শিক্ষক হিসেবে যোগ দেন। তবে, সংগীত শিক্ষক হলেও ফাং লোং গান রচনা ও গান গাওয়া বন্ধ করেননি। ২০১২ সালে তিনি নতুন গান ‘ভাই, আলিঙ্গন করো’ প্রকাশ করেন এবং এ গানটিও বেশ জনপ্রিয় হয়। বন্ধুরা, এখন ফাং লোংয়ের গান ‘ভাই, আলিঙ্গন করো’ শুনুন।গান ৬

ফাং লোং_fororder_QQ截图20210824163449

এখন ফাং লোং সংগীত শিক্ষকের পাশাপাশি গান গাইছেন। বন্ধরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে ফাং লোংয়ের নতুন প্রকাশিত গান ‘সুন্দর মেয়ে’ শুনবো। আশা করি তার গানগুলো আপনারা পছন্দ করছেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।