লিউ স্যুয়ান হলেন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের একজন শিক্ষার্থী। বাস্কেটবল খেলা ও দৌড়ে তাঁর আগ্রহী বেশি। তবে বাস্কেটবলই তার সবচেয়ে প্রিয়। যখন বাস্কেটবল খেলেন, তখন তাঁর চোখে আলো জ্বলজ্বল করে।
ছোটবেলায় লিউ স্যুয়ান ছিলেন সমবয়সী অন্য শিশুদের চেয়ে লম্বা। তাঁর পিতা তাঁকে নিয়ে বাস্কেটবল খেলতেন। জুনিয়র বিদ্যালয়ে পড়াকালে লিউ স্যুয়ান প্রায়ই অসুস্থ থাকতেন। তখন পিতা তাঁকে একটি বাস্কেটবল প্রশিক্ষণ ক্লাসে ভর্তি করিয়ে দেন।
বাস্কেটবলে তাঁর আইডাল হলেন চীনের বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ই চিয়ান লিয়ান। ২০১৯ সালে চীনে আয়োজিত আন্তর্জাতিক বাস্কেটবল বিশ্বকাপের সময় লিউ স্যুয়ান স্বেচ্ছাসেবক হিসেবে ই চিয়ান লিয়ানের সঙ্গে দেখা করেন। ই চিয়ান লিয়ান লিউ স্যুয়ানকে অনেক উত্সাহ দেন।
অবসর সময়ে লিউ স্যুয়ান শিশুদেরকে বাস্কেটবল খেলা শেখান। ভবিষ্যতে একজন বাস্কেটবল প্রশিক্ষক হতে চান তিনি। তিনি চান, আরও বেশি শিশু বাস্কেটবল খেলার প্রতি আগ্রহী হোক।
অনুশীলনের সময় তিনি বহুবার আঘাত পেয়েছেন, চোখের অশ্রু ঝরিয়েছেন, কিন্তু কখনও হাল ছেড়ে দেননি। তিনি বাস্কেটবল খেলা ও অনুশীলনের মাধ্যমে আরো আত্মাবিশ্বাসী ও উত্সাহী হয়ে ওঠেন। (ছাই/আলিম)