বড় ঘুম
2021-08-31 10:21:32

বড় ঘুম_fororder_QQ图片20210831101646

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ওয়াং সিন লিংয়ের পরিচয় দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৮২ সালের ৫ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশের সিনজু জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের একজন নারী কন্ঠশিল্পী ও অভিনেত্রী। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘বড় ঘুম’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং সিন লিংয়ের কন্ঠে ‘বড় ঘুম’ শীর্ষক গান। ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়াং সিন লিং তাইওয়ানের একটি সঙ্গীত কোম্পানীর প্রথম শিল্পী হিসেবে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতের জগতে প্রবেশ করেন। ওয়াং সিন লিংয়ের চেহারা খুব মিষ্টি, অনেকটা রাজকুমারীর মতো। তাঁর প্রথম অ্যালবামের থিম সং 'সিন্ডেরেলার অশ্রু' ওয়াং সিন লিং-এর কন্ঠের বৈশিষ্ট্য অনুসারে রচনা করা হয়েছে। এই অ্যালবাম প্রকাশের পর পরই ওয়াং সিন লিংয়ের সঙ্গীত-প্রতিভা ও সুন্দর চেহারা অনেক তরুণ-তরুণীর মন জয় করে। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘যাকে প্রথম বার ভালবাসি’ শীর্ষক গান।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং সিন লিংয়ের কন্ঠে ‘যাকে প্রথম বার ভালবাসি’ শীর্ষক গান। ২০০৪ সালের মার্চ মাসে ওয়াং সিন লিংয়র দ্বিতীয় অ্যালবাম 'তোমাকে ভালোবাসি' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'তোমাকে ভালোবাসি'সহ দশটি প্রেমের গান। এই অ্যালবাম তাইওয়ান প্রদেশে বিক্রি হয়েছে ২ লক্ষাধিক কপি। সেবছরের জুন মাসে সঙ্গীত কোম্পানী ৬০ লাখ ইউয়ান ব্যয় করে ওয়াং সিন লিং-এর জন্য প্রথম কনসার্ট আয়োজন করে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘তোমাকে ভালবাসি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বড় ঘুম_fororder_QQ图片20210831101653

বন্ধুরা, শুনছিলেন ওয়াং সিন লিংয়ের কন্ঠে ‘তোমাকে ভালবাসি’ শীর্ষক গান। ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে, ওয়াং সিন লিং বিশ্বের বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন এল্লে গার্লের প্রচ্ছদে স্থান পান। তিনি এ মর্যাদা পাওয়া প্রথম চীনা নারীশিল্পী। একই বছরের ১৮ ফেব্রুয়ারি ওয়াং সিন লিংয়ের তৃতীয় অ্যালবাম রিলিজ হয়। এই অ্যালবাম তাইওয়ান প্রদেশে বিক্রি হয়েছে ১.৮ লাখেরও বেশি কপি। আর ওয়াং সিন লিং এই অ্যালবাম নিয়ে প্রথমবারের মতো চীনের মূল ভূভাগের বাজারেও প্রবেশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘রেইনবো হাসি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং সিন লিংয়ের কন্ঠে ‘রেইনবো হাসি’ শীর্ষক গান। ২০০৫ সালের জুলাই মাসে, ওয়াং সিন লিং তাঁর শ্রেষ্ঠ ও জনপ্রিয় গান নিয়ে একটি বিশেষ অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবাম তাইওয়ান প্রদেশে বিক্রি হয়েছে ১.৫ লাখেরও বেশি কপি। ২০০৫ সালের ডিসেম্বর মাসে, ওয়াং সিন লিংয়ের চতুর্থ অ্যালবাম বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'আমি ভালো থাকবো'সহ দশটি গান। ২০০৬ সালের জানুয়ারি মাসে ওয়াং সিন লিং তাইওয়ানে কনসার্ট আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমি ভালো থাকব’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং সিন লিংয়ের কন্ঠে ‘আমি ভালো থাকব’ শীর্ষক গান। ২০০৭ সালের এপ্রিল মাসে তাঁর পঞ্চম অ্যালবাম বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'সেই বছর গ্রীষ্মকালের শান্ত সমুদ্র'। এসময় ওয়াং সিন লিং-এর নিজের রচিত গান নিয়ে অ্যালবাম 'আলমারির গোপন কথা' বাজারে আসে। এই অ্যালবাম এক মাসের মধ্যে বিক্রি হয়েছে ৬০ হাজারেরও বেশি কপি। ২০১২ সালে ওয়াং সিন লিংয়ের নবম অ্যালবাম 'ভালোবাসে, ভালোবাসে না' রিলিজ হয়। ২০১৪ সালে তাঁর দশম অ্যালবাম 'দশম ওয়াং সিন লিং' বাজারে আসে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বাঁকা চোখের দোররা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)