তুমি কি আমার কথা ভাবছ?
2021-08-31 10:01:33

তুমি কি আমার কথা ভাবছ?_fororder_QQ图片20210831090546

আজকের আসরে আপনাদের চীনের তাইওয়ানের একজন নারী কন্ঠশিল্পীর পরিচয় দেবো এবং তার গান শোনাবো। তার নাম থিয়ান ফু চেন (হিবি)। তিনি ১৯৮৩ সালের ৩০ মার্চ তাইওয়ানের সিনচু শহরে জন্মগ্রহণ করেন। ২০০০ সালে তিনি একটি গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখানে ভালো পারফরমেন্সের জন্য তাইওয়ানের একটি সঙ্গীত কোম্পানি তার সাথে চুক্তি স্বাক্ষর করে। এ কোম্পানির উদ্যোগে হিবি অন্য দু'জন নারী কণ্ঠশিল্পীকে নিয়ে এসএইচ নামের একটি গানের দল গড়ে তোলেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘তুমি কি আমার কথা ভাবছ?’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন থিয়ান ফু চেন হিবি’র কন্ঠে ‘তুমি কি আমার কথা ভাবছ?’ শীর্ষক গান। ২০০১ সালে এসএইচ-এর প্রথম অ্যালবাম 'মেয়েদের হোস্টেল' প্রকাশিত হয়। এই অ্যালবাম অনেক জনপ্রিয়তা পায়। পরের এক দশক এসএইচ বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ করে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সঙ্গীত পুরস্কার পায় দলটি। শুধু তাইওয়ানেই নয়, সারা চীনে এমনকি পূর্ব এশিয়ায় দলটি খুবই জনপ্রিয়তা পায়। এসএইচ-এর একজন সদস্য হিসেবে অনেক ভক্ত হিবিকে বেশ পছন্দ করে। এখন আমি আপনাদেরকে হিবি’র কন্ঠে ‘ছোট ভাগ্যবান’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হিবি’র কন্ঠে ‘ছোট ভাগ্যবান’ শীর্ষক গান। ২০১০ সাল থেকে এসএইচ ব্যান্ডের পাশাপাশি হিবি তার সত্যিকারের নামে (থিয়ান ফু চেন) এককভাবে গান গাইতে শুরু করেন। ২০১০ সালে তিনি তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম প্রকাশ করেন। তার অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরের বছর তিনি তার দ্বিতীয় অ্যালবাম রিলিজ করেন। এ দুই অ্যালবামের জন্য হিবি ২৩তম 'তাইওয়ান গোল্ডেন ভয়েস পুরস্কার'-এ শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পীর পুরস্কার পান। এখন আমরা তাঁর কন্ঠে ‘শুধু একাকী হতে হবে’ শীর্ষক গান শুনবো।

তুমি কি আমার কথা ভাবছ?_fororder_QQ图片20210831090556

বন্ধুরা, শুনছিলেন থিয়ান ফু চেন হিবি’র কন্ঠে ‘শুধু একাকী হতে হবে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘শয়তানের মধ্যে দেবদূত’ শীর্ষক গান শোনাবো। গানটিতে বলা হয়েছে: প্রেমে পড়লে কেউ তোমাকে দেবদূতের মতো আনন্দ দেবে; আবার কেউ দেবে শয়তানের মতো দুঃখ। মেয়ে, তুমি তো এক শয়তান ছেলেকে ভালোবেসেছো। ছেলেটিকে শয়তান জেনেও তার প্রেম থেকে নিজেকে মুক্ত করতে অক্ষম তুমি।

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন থিয়ান ফু চেন হিবি’র কন্ঠে ‘শয়তানের মধ্যে দেবদূত’ শীর্ষক গান। ২০১৩ সালে হিবি তার তৃতীয় অ্যালবাম 'তুচ্ছ' প্রকাশ করেন। ২৫তম তাইওয়ান গোল্ডেন ভয়েস পুরস্কারের শ্রেষ্ঠ অ্যালবাম হিসেবে পুরস্কার পায় এ অ্যালবাম। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘অনেক দিন ধরে প্রেম করছেন এমন এক বন্ধু’ শীর্ষক গান শোনাবো। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন থিয়ান ফু চেন হিবি’র কন্ঠে ‘অনেক দিন ধরে প্রেম করছেন এমন এক বন্ধু’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে হিবি’র কন্ঠে ‘মাতাল না-হলে বোঝা যায় না’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। গানটি একটি টিভি সিরিজের থিম সং। গানটিতে বলা হয়েছে: ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত, অথচ নিজের দিকে তাকানোর সময় নেই।  আমার মহাবিশ্ব হালকা ও চড়চড় করে, সৌন্দর্য ভেঙে যাচ্ছে। অন্যরা মেঘ ও প্রবাহিত জলের মতো আসে ও যায়।

আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)