‘হলুদ গোলাপ ফুল’
2021-08-31 19:13:13

‘হলুদ গোলাপ ফুল’_fororder_sun

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুন লু’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

সুন লু, ১৯৮৬ সালের ২৭ জুন চীনের লিয়াও নিং প্রদেশের ইং খৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। ২০০৬ সালে নিজের প্রথম অ্যালবাম ‘একাকী প্রেমিকা’ প্রকাশ করে সংগীত মহলে যোগ দেন।

 

২০০৭ সালে সুন লু’র অ্যালবাম ‘মধ্যরাত হলেও ঘুম নেই’ প্রকাশিত হয়। ২০০৮ সালে তাঁর আরেকটি অ্যালবাম ‘একাকী ভালোবাসা’ বাজারে আসে। ২০১২ সালে সুন লু ‘যদি তুমি নেই’ অ্যালবাম প্রকাশ করেন।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সুন লু’র গান ‘দুঃখ নিজের কাছে রাখি’। গানের কথায় বলা হয়: আমি তোমার সঙ্গে যেতে পারি? ফিরে যাওয়ার পথে আলো নেই। আমি কি যথেষ্ট স্নেহ দেই নি? তোমার দুঃখ শেয়ার করতে না পারলে তা নিজের কাছে রাখো, সৌন্দর্য তুমি নিয়ে যাও।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সুন লু’র গান ‘হলুদ গোলাপ ফুল’। গানের কথাগুলো এমন: হলুদ গোলাপ, কাঁদবে না। সব ফুলের মধ্যে তুমি সবচেয়ে সুন্দর। আহত হলে মর্মাহত হবে না। তোমার দুঃখ দেখতে চাই না। মনে ভালোবাসা থাকলে সুন্দর হতে পারে। আমি তোমার পাশে থাকবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন সুন লু’র গান ‘বিদায়ের স্টেশন’। গানের কথাগুলো এমন: যখন তুমি আমার হাত ধরো, ভালো থাকার কথা বলো, যখন তুমি আমার চোখ দেখো, আমি ডাকতে থাকি। তোমার গাড়ি চলে গেছে, আমার মন বিশৃঙ্খল হয়। হাজার হাজার কথা বলতে পারি না, কখন তুমি ফিরে আসবে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এবারে আপনাদের শোনাবো সুন লু’র গান ‘বিদায়ের শরত্কাল’। গানের কথায় বলা হয়: হালকা নরম বাতাস, আমার বুক থেকে বয়ে যায়। তুমি আর আমি, কিন্তু এই বিদায়ের পথে। কোনো অজুহাত নেই, শুধু ছায়া সঙ্গে চলে। আমাদের প্রেম এত ছোট, আমার আগামীকাল এত দূরে। বিদায়ের দিন, আমার পুরানো স্বপ্ন। বিদায়ের হাত, যথেষ্ট স্নেহ হলেও দুঃখ নিয়ে যাবে না। আমার আগামীকাল, কখন আসবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুন লু’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)