আজকের টপিক চীনা জাতির ঐক্য ও ‘মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি’ গঠন
2021-08-31 16:56:19

আজকের টপিক চীনা জাতির ঐক্য ও ‘মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি’ গঠন_fororder_0831topic

সবাইকে শুভেচ্ছা। একজন বিদেশী বন্ধু বললেন, চীনা জাতি সম্ভবত পৃথিবীর বৃহত্তম জাতি। আসলে, চীনা জাতির ধারণা সুবিখ্যাত চীনা চিন্তাবিদ ও ইতিহাসবিদ লেং খাই ছিউ (ক্যান্টোনিজ ভাষায় Leung Kai Chiu, ম্যান্ডারিনে লিয়াং ছি ছাও বলা হয়) ১৯০২ সালে রচিত ‘চীনা একাডেমিক চিন্তাধারার পরিবর্তনের প্রবণতা’ প্রবন্ধে প্রথম বার উত্থাপন করেন। বর্তমান চীনা জাতি মানে চীন সরকারের স্বীকৃত ৫৬টি জাতির কমিউনিটি।  

চীনা জাতির বড় পরিবারে ৫৬টি জাতি রয়েছে। এ ৫৬টি জাতির নিজস্ব বৈশিষ্ট্য, ভাষা ও সংস্কৃতি রয়েছে। কিন্তু এই জাতিগুলো বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। এটা নিশ্চয়ই চীনাদের গর্বের বিষয়।