সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। ২৯ আগস্ট বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুর্বাষিকী। চলতি বছর তাঁর রচিত অমর কবিতা ‘বিদ্রোহীর’ শতবর্ষপূর্তি। বিদ্রোহী কবিতার বাঁধভাঙা আবেগ ১৯৬টি ‘আমি’র মাধ্যমে যেন ১৯৬ বার পাঠকদের সত্তাকে উচ্চকিত করে তোলে। নজরুলের নিজের জীবনও বিদ্রোহের সমার্থক। তার কবিতায় পাশাপাশি হাত ধরে হেঁটেছে মানুষের মুক্তি, ভালোবাসা ও প্রতিবাদ। এ বিদ্রোহী কবির স্মরণে আয়োজিত আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন অধ্যাপক ড. রতন সিদ্দিকী। তিনি শিক্ষক, গবেষক, নাট্যকার। নাটকে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। চলুন কথা বলি অধ্যাপক ড. রতন সিদ্দিকীর সঙ্গে।
(স্বর্ণা/তৌহিদ/মুক্তা)