দেহঘড়ি পর্ব-৩২
2021-08-27 18:20:16

‘দেহঘড়ি’র এ পর্ব আমরা সাজিয়েছি স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’ এবং সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ ।

## প্রতিবেদন

প্রথম ডোজ টিকার প্রায় সবটাই এখন সিনোফার্মের

দেহঘড়ি পর্ব-৩০_fororder_wu1

বাংলাদেশে প্রথমবারের মতো এখন যারা টিকা নিচ্ছেন, তাদের অধিকাংশকেই দেওয়া হচ্ছে চীনের টিকা। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গেল কয়েকদিন ধরে চলমান টিকাদান কার্যক্রম অনেকটাই নির্ভর করছে মূলত চীন উৎপাদিত টিকার উপর।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মিজানুর রহমান চীন আন্তর্জাতিক বেতারকে বলেন, সবশেষ ২৬ আগস্ট সারাদেশে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৮৫ হাজার মানুষ। এর মধ্যে ২ লাখ ৭১ হাজারই পেয়েছেন সিনোফার্মের টিকা। সে হিসেবে নিবন্ধন করা প্রায় ৯৪ শতাংশই নিয়েছেন চীনা টিকা। এর আগের দিনগুলোতে সিনোফার্মের টিকা পাওয়ার হার ছিলো ৯৬ থেকে ৯৯ শতাংশ।

ডা. মিজান বলেন, ‘দেশে প্রথম ডোজের টিকা কার্যক্রম প্রায় শতভাগ নির্ভর করছে চীন উৎপাদিত টিকার উপর।

এদিকে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে গণটিকার ২য় ডোজ শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর । কয়েক দিনের মধ্যে আসবে আরও টিকা । ডা. মিজান আশা করেন, দ্বিতীয় ডোজের কার্যক্রম অব্যাহত রাখতে এবার আর কোনও জটিলতা তৈরি হবে না।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল ১ দিনে সারাদেশে টিকা নিয়েছেন প্রায় ৫ লাখ ১৪ হাজার মানুষ। আর এ পর্যন্ত টিকার আওতায় এসেছেন ২ কোটি ৫২ লাখ ৫৮ হাজার মানুষ। এ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করেছেন ৩ কোটি ৬৩ লাখেরও বেশি মানুষ আর পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন প্রায় ৪ লাখ ২২ হজার। - অভি/রহমান

 

##হেল্‌থ বুলেটিন

বাংলাদেশে করোনা-সংক্রমণে হার নামলো ১৫ শতাংশের নিচে

দেহঘড়ি পর্ব-৩০_fororder_wu2

দশ সপ্তাহ পর বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমণের হার ১৫ শতাংশের নিচে নেমেছে। তের দিন ধরে দৈনিক মৃত্যু সংখ্যাও রয়েছে দু’শোর নিচে। গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় মারা যায় ১১৪ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৭-এ। বুধবার পর্যন্ত বাংলাদেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭৭ হাজারে।

‘করোনায় বাংলাদেশের ৪ কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত’

করোনাভাইরাস অতিমারির কারণে দীর্ঘ ১৭ মাস ধরে বন্ধ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ৪ কোটিরও বেশি শিক্ষার্থী। মঙ্গলবার জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। স্কুল বন্ধের ক্ষেত্রে এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সময়। যতো বেশি সময় ধরে শিশুরা স্কুলের বাইরে থাকবে ততোই সহিংসতা, শিশুশ্রম ও বাল্য বিয়ের ঝুঁকি বাড়বে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এতে শিশুদের স্কুলে ফিরে আসার সম্ভাবনা কমে যাবে।

ফাইজারের আরও ১০ লক্ষ ডোজ আসছে ৩০ আগস্ট

কোভ্যাক্স উদ্যোগের আওতায় ফাইজারের আরও ১০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা পাচ্ছে বাংলাদেশ। এ টিকা বাংলাদেশে পৌঁছবে আগামী সোমবার। আমেরিকার দেওয়া উপহারের এ টিকা কাতার এয়ারওয়েজের মাধ্যমে ওই দিন সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

মাতৃদুগ্ধ পানে সহায়তায় বিশ্বে প্রথম বাংলাদেশ

শিশুকে বুকের দুধ খাওয়াতে মায়েদের সহায়তার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডব্লিউবিটিআই) গত সোমবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। এ জন্য ‘সবুজ জাতি’র মর্যাদাও লাভ করেছে বাংলাদেশ। প্রতিবেদন বলা হয়, ৯১ দশমিক ৫ স্কোর নিয়ে শিশুদের বুকের দুধ খাওয়াতে মায়েদের সহায়তা করার তালিকায় বিশ্বের ৯৮টি দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। নবজাতক ও ছোট শিশুর খাবারের বিষয়ে নীতিমালা প্রণয়ন ও কার্যক্রম বাস্তবায়নের ওপর ভিত্তি করে বাংলাদেশ এ স্কোর অর্জন করেছে।

উপহার হিসেবে ইথিওপিয়াকে আরও ৩ লাখ ডোজ করোনার টিকা দিল চীন

উপহার হিসেবে ইথিওপিয়াকে আরও ৩ লাখ ডোজ করোনার টিকা উপহার দিয়েছে চীন। গত সোমবার চীনের উপহারের এই টিকা গ্রহণ করেন ইথিওপিয়ার স্বাস্থ্যমন্ত্রী লিয়া টেডেসে এবং দেশটির শিক্ষামন্ত্রী গেতাহুন মেকুরিয়া। এসময় ইথিওপিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাও চিওয়ান উপস্থিত ছিলেন। এ নিয়ে এ পর্যন্ত ইথিওপিয়াকে মোট ১৩ লাখ ডোজ করোনার টিকা উপহার দিল চীন।

শিল্প-কারখানার শ্রমিকদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিল্প-কারখানার শ্রমিকদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

## আপনার ডাক্তার

দেহঘড়ি পর্ব-৩০_fororder_wu3

দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ নিয়ে। ডিমেনশিয়া মস্তিষ্কের এক ধরনের রোগ, যার ফলে রোগী কিছুই মনে রাখতে পারে না। বিশ্বজুড়ে এ রোগের ভয়াবহতা বাড়ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আলঝেইমার সোসাইটি বলছে, বাংলাদেশে ২০১৫ সালে ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো পাঁচ লাখ, যা আগামী ২০৩০ সাল নাগাদ বেড়ে নয় লাখে এবং ২০৫০ সাল নাগাদ ২২ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। দিন দিন এ রোগের প্রকোপ বেড়ে চললেও প্রতিকারের ব্যবস্থা অপ্রতুল। এ রোগের নানা দিক নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিওরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শফিকুল ইসলাম।

 

## ভুলের ভূবনে বাস

ডেঙ্গুজ্বর সম্পর্কে এতো ভুল ধারণা!

ডেঙ্গুজ্বর একটি মশাবাহিত ভাইরাল রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এ মশার কামড়ের পর ৪ থেকে ৭ দিনের মাথায় মৃদু থেকে গুরুতর ডেঙ্গুজ্বরের লক্ষণ দেখা দেয়। ডেঙ্গুজ্বরের মৃদু লক্ষণগুলোর মধ্যে রয়েছে পেশী ও অস্থিসন্ধিগুলোতে ব্যথা, উচ্চমাত্রার জ্বর, বমি, শরীরের ফুসকুড়ি, তীব্র মাথাব্যথা, চোখের পিছনে ব্যথা, ইত্যাদি। উপযুক্ত চিকিৎসা না নিলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়ে এবং রক্তের প্লেটলেট কমে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পর্যন্ত হতে পারে। ডেঙ্গুজ্বর নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে মানুষের মধ্যে, যা কখনও কখনও পরিস্থিতি খারাপ করে দিতে পারে। আজ আমরা আলোচনা করবো এমন কতগুলো ভুল ধারণা নিয়ে।

ডেঙ্গু কি যে কোনও মশার মাধ্যমে ছড়াতে পারে?

দেহঘড়ি পর্ব-৩০_fororder_wu4

না, যে কোনো মশার মাধ্যমে ডেঙ্গু ছড়ায় না। কেবল স্ত্রী এডিস মশার মাধ্যমে এটি ছড়ায়। এই মশা কেবল তখনই মানুষের মধ্যে এ রোগ ছড়াতে পারে যখন মশাটি নিজেই আগে থেকে ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত। আক্রান্ত এডিস মশা সাধারণত দিনে একাধিক ব্যক্তিকে কামড়ায়।

কম প্লেটলেট কাউন্ট মানেই কি ডেঙ্গু হয়েছে?

কম প্লেটলেট কাউন্ট ডেঙ্গুজ্বরের অন্যতম লক্ষণ। কিন্তু তার অর্থ এই নয় যে, কম প্লেটলেট মানেই ডেঙ্গুজ্বর হয়েছে। হলুদ জ্বর, লেপটোস্পাইরোসিস, চিকুনগুনিয়া, এইচআইভি, স্ক্রাব টাইফাস ইত্যাদিতে হলেও রক্তের প্লেটলেট কাউন্ট কমে যেতে পারে। তবে প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার সঙ্গে যদি জ্বর থাকে তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশ।

ডেঙ্গুজ্বর কী মৃদু ও ক্ষতিহীন?

ডেঙ্গুজ্বর হলে মৃদু থেকে গুরুতর শারীরিক সমস্যা হতে পারে। সময়মতো উপযুক্ত চিকিৎসা নিলে সমস্যাগুলো সাধারণত মৃদু পর্যায়ে থাকে। চিকিৎসা বিলম্বিত হলে তা শ্বাসকষ্ট, লিভারের কার্যকারিতা নষ্ট হওয়া এবং অভ্যন্তরীণ রক্তপাতের মতো জটিলতার কারণ হতে পারে। এর ফলে রোগীর মৃত্যুও হতে পারে।

একবার ডেঙ্গুজ্বর হলে কি সারা জীবনের জন্য রোগপ্রতিরোধ তৈরি হয়?

ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ আছে, যেগুলো হলো ডেন-১, ২, ৩ ও ৪। কেউ যদি সেরোটাইপ ১-এ সংক্রমিত হন, তাহলে তিনি সারা জীবন এই নির্দিষ্ট সেরোটাইপ থেকে মুক্ত থাকবেন, অন্য তিনটি থেকে নয়। অন্য সেরোটাইপগুলোতে তিনি আক্রান্ত হতে পারেন যে কোনও সময়। পরের বার সংক্রমিত হলে সেটি আগেরবারের চেয়ে বেশি মারাত্মক হয়। গবেষণায় দেখা গেছে, একজন ব্যক্তি তার জীবদ্দশায় চারবার পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হতে পারে।

কেবল শিশু ও বয়স্ক ব্যক্তিরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়?

না, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়া না হওয়ার ক্ষেত্রে বয়স কোনও ভূমিকা রাখে না। এমনকি লিঙ্গ ও আর্থ-সামাজিক অবস্থার মতো বিষয়গুলোর কোনও ভূমিকা নেই এক্ষেত্রে। যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারে। সত্যিকারভাবে যা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় তা হলো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বসবাস এবং আগে কখনও ডেঙ্গু জ্বর থাকা।

পেঁপের পাতায় ডেঙ্গুজ্বর নিরাময় হয় কি?

ডেঙ্গুর লক্ষণ নিরাময়ে পেঁপে পাতা ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পেঁপে পাতার ব্যবহার ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের প্লেটলেট কাউন্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। তবে মনে রাখতে হবে, এটা সরাসরি ডেঙ্গুজ্বরের ওষুধ হিসাবে কাজ করে না।

নিজের ঘর পরিষ্কার রাখলেই কি ডেঙ্গুজ্বর থেকে পুরোপুরি সুরক্ষিত থাকা যায়?

যদিও নিজের ঘর পরিষ্কার রাখা ডেঙ্গুজ্বর প্রতিরোধের অন্যতম ব্যবস্থা হিসাবে বিবেচিত হয়, তবে এর অর্থ এই নয় যে, এর মাধ্যমে আপনি পুরোপুরি সুরক্ষিত থাকবেন। আপনার আশেপাশে কোথাও যদি এডিস মশার প্রজননস্থল থাকে, তাহলে সেখান থেকে মশা উড়ে গিয়ে আপনাকে কামড়াতে পারে। এই মশা ৪০০ মিটার পর্যন্ত উড়ে যেতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধ কখনও একজন ব্যক্তি বা একটি পরিবারের কাজ নয়; এর জন্য সম্মিলিত সামাজিক প্রচেষ্টা নিতে হয়। - রহমান

 

  • দেহঘড়ি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cnর মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।