আপন আলোয় ৩১
2021-08-27 19:00:21

অন্তরঙ্গ আলাপন

সত্যিকারের নজরুলকে অনেকেই জানেন না: খিলখিল কাজী

অনেক বলে থাকেন কবি নজরুল উচ্ছৃঙ্খল ছিলেন, বেহিসেবি ছিলেন। কিন্তু এ সব কথা ঠিক না। যারা নজরুলকে উপলব্ধি করেন, তাকে নিয়ে পড়াশোনা করেন, যথাযথ গবেষণা করেন তারা কখনো এমন কথা বলতে পারেন না।

নজরুল তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন, ছেলেদের অত্যন্ত ভালোবাসতেন। গানের রিহার্সেল ও রেকর্ডিং তড়িঘড়ি শেষ করে ছাত্রছাত্রীদের বলতেন, তোদের ভাবী/বৌদি একা পড়ে আছেন, আমাকে এখুনি উঠতে হবে। নজরুলের ছেলেরা বলে গেছেন- অসাধারণ এক বাবা পেয়েছিলেন তারা!

 

আপন আলোয় ৩১_fororder_wen1

 

আপন আলোয় ৩১_fororder_wen2

ছবি: খিলখিল কাজী

ভয়হীন, এক নির্ভীক মানুষ ছিলেন কবি নজরুল ইসলাম। ছোটবেলায় তার সঙ্গে থাকতে পেরেছি, তার সান্নিধ্য পেয়েছি, তাকে ছুঁতে পেরেছি- এটা আমার জন্য পরম পাওয়া!

৪৫তম প্রয়াণ বার্ষিকীতে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দাদু নজরুলের অনেক অজানা কথা জানালেন নাতনি খিলখিল কাজী। শুনিয়েছেন কবির কিছু কবিতা ও গান।

সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।

 

 

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

 

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।