“মহামারিতে ঘুরে দাড়াতে মানুষের আত্নবিশ্বাস ধরে রাখতে হবে”
2021-08-27 13:37:48

আজহার লিমন, ঢাকা: করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের কারণে কয়দিন আগেও যেমন ছিলো, ঢাকা শহরের সড়কগুলোর অবস্থা এখন আর তেমন নেই। মানুষেরা ঘর থেকে বের হচ্ছে। অফিস পাড়ায়ও বাড়ছে ব্যবস্থা।মানুষ বাজারে যাচ্ছে। এক ধরনের প্রাণচাঞ্চল্য সর্বত্র।

তাহলে কি আবার সচল হলো জীবনযাত্রা। এ নিয়ে কথা হচ্ছিলো ঢাকার পরিবহন ব্যবসায়ী জাকির হোসেনের সঙ্গে। তিনি বলছিলেন, “এখন মনে হয় আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছে। সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হইতেছে। আগে একটা মনমরা অবস্থা ছিলো। খবরে শুধু মৃত্যুর খবর। এখন একটু অন্যরকম।”

 

বিভিন্ন দেশের টিকার মাধ্যমে বাংলাদেশে এখন পর্যন্ত ৭২ লাখ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন প্রায় পৌণে দুই কোটি মানুষ। দুই ডোজ নিয়েছে এমন টিকাগ্রহণকারীর প্রায় ১৬ শতাংশই ঢাকা শহরের। একইভাবে প্রথম  ডোজ গ্রহণকারী পৌনে দুই কোটির মধ্যে ২৩ লাখই বসবস করেন রাজধানী শহরের। টিকার নেওয়ার পর আত্নবিশ্বাস কতটা বাড়লে এ নিয়ে কথা হলো ঢাকার রিক্সা চালক সাহেব আলী আর চা দোকনি ইসরাফিলের সঙ্গে।

 

রিক্সাচালক সাহেব আলী বলেন, “এখন একটু সাহস লাগে। মনে হয় আল্লাহ মাফ করলে এখন আর ভাইরাস ধরবে না।”

 

“মহামারিতে ঘুরে দাড়াতে মানুষের আত্নবিশ্বাস ধরে রাখতে হবে”_fororder_jing33

ছবি: রিক্সাচালক সাহেব আলী

 

নিরবচ্ছিন্নভাবে না হলেও শহরের পাশাপাশি উপজেলা পর্যায়েও টিকা পৌঁছানো হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব, প্রতিদিন এখান প্রায় সাড়ে ৫ লাখ করে টিকা দেওয়া হচ্ছে যার অধিকাংশ ঢাকা শহরের বাইরে।

 

এ ব্যাপারে ফারহানা নামে একজন শিক্ষার্থী বলেন, “আমরা চাই টিকাটা পর্যাপ্ত থাকুক এবং সবাই যেন দিতে পারে। একজন পাচ্ছে আরেক জন পাচ্ছে না এমন যাতে না নয়।”

 

জনস্বাস্থ্য বিশ্লেষক ডা. শেখ মইনুল খোকন মনে করেন,টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর মানুষের মাঝে তৈরি হওয়া উচ্ছাস ধরে রাখতে হবে যে কোন মূল্যে।

 

“মহামারিতে ঘুরে দাড়াতে মানুষের আত্নবিশ্বাস ধরে রাখতে হবে”_fororder_jing333

শেখ মইনুল খোকন

 

তিনি বলেন, “দেখুন আমরা যদি বেশিরভাগ মানুষকে ভ্যাকসিনের আওতায় না আনতে পারি তাহলে হয়তো নতুন নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়বে। আমরা যখন এখন মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে শুরু করেছি তখন কিন্তু মানুষের আত্নবিশ্বাসের জায়গা বেড়ে গিয়েছে। আমরা যদি অর্থনীতি তথাপি জীবনযাত্রার গতি ঠিক রাখতে চাই তাহলে আমাদের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে।”

 

এই বিশ্লেষক বলছেন, টিকার কারণে মানুষের যে আত্নবিশ্বাস বেড়েছে তা ইতিবাচক। কিন্তু এ কারণে মানুষ স্বাস্থ্যবিধি মানতে অবহেলার করার প্রবণতা ডেকে আনতে পারে আরও ভয়ানক বিপদ।