জাং শুয়েই ইয়ো
2021-08-26 09:25:05

জাং শুয়েই ইয়ো সঙ্গীত জগতে জ্যাকি জাং নামেও সমধিক পরিচিত। তিনি ১৯৬১ সালের ১০ জুলাই চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। চীনের মূল-ভূভাগের কেন্দ্র-শাসিত মহানগর থিয়ান চিন তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি হংকংয়ের একজন জনপ্রিয় গায়ক, অভিনেতা ও সুরকার। ১৯৮৪ সালে তিনি একটি সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজ জগতে প্রবেশ করেন। ১৯৮৫ সালে তিনি তাঁর প্রথম একক অ্যালবাম ‘হাসি’ প্রকাশ করেন। ১৯৮৬ সালে ‘অনেক দূরে সে’ গানটি দিয়ে তিনি হংকং সঙ্গীত জগতে সাড়া ফেলেন। ১৯৯৩ সালে প্রকাশিত তাঁর অ্যালবাম ‘বিদায় চুম্বন’ তাইওয়ানে রেকর্ড পরিমাণ বিক্রি হয়।

জাং শুয়েই ইয়ো_fororder_src=http___wx3.sinaimg.cn_orj480_006EzzOXly1gsc9exj98pj30u40gzgv7&refer=http___wx3.sinaimg

১৯৯৫ সাল থেকে জ্যাকির গান সারা বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয়। সেজন্য তিনি চীনা গায়ক পুরষ্কার জিতেন। ১৯৯৭ সালে তিনি এক সঙ্গীত নাটকের পরিকল্পনায় অংশ নেন এবং প্রধান চরিত্রে অভিনয় করেন। ১৯৯৮ সালে তিনি ‘তোমার সাথে হাওয়া খেতে চাই’ নামের অ্যালবাম দিয়ে নবম তাইওয়ান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা চীনা ভাষার গায়ক পুরষ্কার জিতেন। 

জাং শুয়েই ইয়ো_fororder_d1160924ab18972b777c05f7ebcd7b899e510a4c

শোবিজের শুরুতে এক সময় জ্যাকির ব্রত ভাল ছিল, তবে তখন তাঁর অনেক খারাপ অভ্যাস ছিল। কিন্তু তাঁর তখনকার বান্ধবী তাঁকে খুব ভালোভাবে দেখাশোনা করেন, আস্তে আস্তে জ্যাকির প্রত্যয় পুনরুদ্ধার হয়ে র্শীষে উঠে আসেন। তাঁর বান্ধবী অর্থাত্ পরবর্তীতে স্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য তিনি গানটি গেয়েছেন। আসলে গানটি জাপানের একজন বিখ্যাত সুরকারের এক গানের পরিবর্তিত রূপ। গানের চীনা ও ক্যান্টোনিজ দু’টো সংস্করণ আছে। 

জাং শুয়েই ইয়ো_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_q_mini,c_zoom,w_640_images_20170803_aaa9ace8ea09402b8295b0190d63b3bb.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

জ্যাকি আসলে এশিয়া ও পুরো চীনা কমিউনিটিতে প্রভাবশালী একজন সঙ্গীত তারকা ও বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা। চীনা ভাষার অঞ্চলে তাঁর সুনাম আছে। আন্তর্জাতিক ফোনোগ্রাফিক শিল্প ফেডারেশনের (আইএফপিআই) পরিসংখ্যান অনুযায়ী, জ্যাকি’র রেকর্ডের বিক্রির পরিমাণ শুধু তখনকার প্রয়াত মার্কিন গায়ক মাইকেল জ্যাকসনের পর সারা বিশ্বে দ্বিতীয় ছিল। ২০০৬ সাল পর্যন্ত বিশ্বে তাঁর বৈধ অ্যালবাম বিক্রির পরিমাণ ছিল ১২ কোটিরও বেশি এবং চীনাদের মধ্যে প্রথম স্থানে ছিল তাঁর গান। ‘যদি এটা ভালোবাসা না হয়’ গানটি মানুষকে বিভ্রান্ত করে, যদি এটা ভালোবাসা না হয়, তাহলে ভালোবাসা কী? যাই হোক, আপনাদের নিশ্চয়ই এ প্রশ্নের নিজস্ব উত্তর আছে, তাইনা? 

জাং শুয়েই ইয়ো_fororder_src=http___www.ljy168.com_html_ylxw_rdzx_201806_W020180610512594499157&refer=http___www.ljy168

‘তোমাকে ভুলতে পারব না’ গানটি জ্যাকি’র গানগুলোর অন্যতম। গানটি ১৯৯৬ সালের জুন মাসে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। সে বছর তিনি গানটি দিয়ে পরপর অনেক পুরষ্কার জিতেন। ১৯৯৩ সালে ‘বিদায় চুম্বন’ গানটির বড় সাফল্য জ্যাকি নিজের শীর্ষ যুগে প্রবেশ করার প্রতীক। তিন বছর পর ‘তোমাকে ভুলতে পারব না’ গানের বিক্রির পরিমাণ এবং জনপ্রিয়তা দু’টোই অনেক বেড়ে যায়। 

জাং শুয়েই ইয়ো_fororder_src=http___img3.doubanio.com_view_group_topic_l_public_p157942141&refer=http___img3.doubanio

জ্যাকি’র বেশ কয়েকটি গান শুনেছেন। কিন্তু অধিকাংশই তো চীনা ভাষার গান। এখন আমি আপনাদের তাঁর একটি ক্যান্টোনিজ ভাষার গান শোনাতে চাই, গানের নাম ‘ওল্ফ লেজেন্ড’। এটা খুব দ্রুত একটি গান। 

 

(প্রেমা/এনাম)