‘তোমাকে পড়া’
2021-08-25 15:53:03

‘তোমাকে পড়া’_fororder_chen

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সু হুয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ছেন সু হুয়া, ১৯৫৮ সালের ১৪ মে চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। ১৯৭৩ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘ভালোবাসার সূর্য’ প্রকাশিত হয়, এর মাধ্যমে তিনি সংগীত-মহলে যোগ দেন।

 

১৯৮৯ সালে ছেন সু হুয়া রক রেকর্ডসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে কোম্পানির একজন শিল্পী হন। একই বছর তাঁর অ্যালবাম ‘তোমাকে বলি, তোমায় শুনি’ তাইওয়ানে দশ লাখ কপি বিক্রি হয়েছিল। এই অ্যালবামের অন্যতম একটি গান ‘স্বপ্ন থেকে জেগে ওঠার মুহূর্ত’ জনপ্রিয় হয় এবং তিনিও বিখ্যাত হন।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন সু হুয়া-এর গান ‘তোমাকে পড়া’। গানের কথাগুলো এমন: তোমাকে হাজার বার পড়লেও বিরক্ত লাগে না। তোমাকে পড়ার অনুভূতি যেন মার্চ মাসের মতো। রোম্যান্টিক ঋতু, মাথা ঝিমঝিম করা কবিতা। আহা, তোমাকে হাজার বার পড়লেও বিরক্ত লাগে না, তোমাকে পড়ার অনুভূতি যেন বসন্তকালের মতো। আনন্দের বই, সুন্দর অংশ।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন সু হুয়া’র গান ‘আমার মন এত সরল’। গানের কথায় বলা হয়, আমার মন এত সরল, সত্য ভালোবাসা চাই। ভালোবাসার জন্য হৃদয় ভেঙে গেছে; কেন মিষ্টি স্বপ্ন সহজেই ভেঙে যায়। তোমার স্নেহশীল চোখ আছে, তোমার সুন্দর হৃদয় আছে। যদি তুমি চাও, তাহলে আমাকে কাছে যাওয়ার অনুমোদন দাও। তুমি আমার মন বুঝতে পারো।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ছেন সু হুয়া’র গান ‘জিজ্ঞাসা’। গানের কথায় বলা হয়: কে তোমাকে মুগ্ধ করেছে, কে তোমার মনকে আহত করতে পারে। তুমি কাকে কোলে নিতে চাও, কে তোমার স্বপ্নকে মূল্য দেয়। কে তোমার চিন্তা বোঝে, কে তোমার জন্য মুগ্ধ হয়। যে নারী গভীর রাত পর্যন্ত তোমার অপেক্ষা করে, সে কি তোমাকে গভীরভাবে ভালোবাসে?

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন সু হুয়া’র গান ‘এভাবে তোমাকে ভালোবাসি, ঠিক কি-না’। গানের কথায় বলা হয়: এভাবে তোমাকে ভালোবাসি, ঠিক কি-না, এই প্রশ্ন জিজ্ঞেস করতে করতে আমার ক্লান্ত লাগে। আমি কাঁদতে পারি, তবে অনুতপ্ত হতে চাই না।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সু হুয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)