‘নির্মম প্রেমের চিঠি’
2021-08-25 15:50:19

‘নির্মম প্রেমের চিঠি’_fororder_dong

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় সংগীত ব্যান্ড পাওয়ার স্টেশন-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

পাওয়ার স্টেশন, চীনের তাইওয়ান প্রদেশের রক সংগীত মহলের একটি সংগীত ব্যান্ড। ব্যান্ডটি গঠিত হয় ১৯৯৪ সালে। সদস্য দু’জন। তাঁদের নাম ইউ ছিউ সিং ও ইয়ান জি লিন।

 

১৯৯৭ সালে পাওয়ার স্টেশনের প্রথম অ্যালবাম ‘নির্মম প্রেমের চিঠি’ প্রকাশিত হয়। পরের বছরে ব্যান্ডটি এই অ্যালবাম নিয়ে নবম তাইওয়ান গোল্ডেন মেলোডি আওয়াডর্সের শ্রেষ্ঠ সংগীতব্যান্ড এবং শ্রেষ্ঠ নতুন কণ্ঠশিল্পীর মনোনোয়ন পায়।

 

বন্ধুরা, এখন শুনুন পাওয়ার স্টেশনের গান ‘প্রথম অশ্রু’। গানের কথাগুলো এমন: অবশেষে তুমি আমার হৃদয় ভেঙে দিয়েছো। তোমার চোখ দেখে বিদায় দেই। কখনওই ভালোবাসা ছিল না। তবে তোমাকে হাজার বছর ভালোবাসার কথা বলেছি। যদি প্রেম না থাকে, তাহলে চুমু দাও। আমাকে ধ্বংস করার আগে তোমার জন্য প্রথম অশ্রু ফেলে যাই।

আচ্ছা, শুনুন এই গান।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন পাওয়ার স্টেশনের গান ‘বিশ্বাসঘাতকতার প্রেমের গান’। গানের কথায় বলা হয়: তুমি জিজ্ঞেস করো, এই বিশ্বে সবচেয়ে দূরের জায়গা কোথায়। আমি উত্তরে আকাশের বাইরে দৃষ্টি দেই। তোমার মনে পড়ে যায়। যদি তোমার ভালোবাসা সবসময় উল্টো দিকে চলে, তুমি আমাকে ভালোবাসো, আমি কীভাবে তোমার সঙ্গে যাবো।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন পাওয়ার স্টেশনের গান ‘নির্মম প্রেমের চিঠি’। গানের কথাগুলো এমন: বলতে নির্মম, লিখতে আরো নির্মম লাগে। যদি নির্মম মানুষ হতে চাও, তাহলে চিঠি লেখো কেন। যদি হৃদয় আর এখানে না থাকে, তাহলে কেন মন দিয়ে ভালোবাসো। প্রতিশ্রুতি শুনতে এত ব্যথা, আমার হৃদয়ের ব্যথা কাকে বলা যায়।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন পাওয়ার স্টেশনের গান ‘অবশেষে বুঝেছি’। গানের কথায় বলা হয়: দেখতে দেখতে তুমি চলে গেছো, এজন্য আমি শ্বাস নিতে পারি না। কালো সমুদ্রে ভেসে আছি, তোমাকে ছাড়া ভবিষ্যত্ অন্ধকার। নিজেকে বলি, ভালোবাসা শেষ হয় নি। তবে, অশ্রু কেন থেমে বন্ধ হয় না। বলো না বলো না, আমি বুঝতে চাই না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় সংগীত ব্যান্ড পাওয়ার স্টেশন-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/আলিম/সুবর্ণা)