ফেং লিং
2021-08-25 10:24:41

 

ফেং লিং_fororder_QQ截图20210825102052

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ফেং লিং। তিনি ১৯৬৯ সালে হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি শোবিজ জগতে প্রবেশ করেন এবং ২০০২ সালে অবসর নেওয়ার ঘোষণা দেন। ১৪ বছরের সংগীত জীবনে তার অনেক জনপ্রিয় গান রয়েছে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনুন ফেং লিংয়ের একটি সুন্দর গান ‘যেন প্রথম প্রেম’।গান ১

ফেং লিং ১৯৬৯ সালে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে ফেং লিং একটি সংগীত কোম্পানিতে যোগ দেন। ১৯৮৯ সালে তিনি প্রথম অ্যালবাম ‘ভালোবাসার সঙ্গে’ প্রকাশ করেন। এর আগে তিনি কোনো প্রকাশ্য অনুষ্ঠানে পারফর্ম করেননি, মানুষও তাকে চিনতো না। কিন্তু এই অ্যালবামটি অপ্রত্যাশিত জনপ্রিয়তা পায়; আর ফেং লিংও সেই বছর হংকংয়ের শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার পান। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে ফেং লিংয়ের জনপ্রিয় একটি গান ‘শীতকালের ভালোবাসা’।গান ২

প্রথম অ্যালবাম প্রকাশের পর হংকংয়ের প্রায় সব মানুষের কাছে ফেং লিং পরিচিত হন। ১৯৯১ সালে তার দ্বিতীয় অ্যালবাম ‘SOMEWHERE IN TIME’ মুক্তি পায়। এই অ্যালবামের প্রধান গান ‘অপেক্ষা করতে ইচ্ছুক’ টাকা ১৯ সপ্তাহ ধরে হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় গানের তালিকায় ছিল। গানটি খুব কোমল একটি প্রেমের গান। বন্ধুরা, এখন এই সুন্দর গান শুনুন।গান ৩

ফেং লিং_fororder_QQ截图20210825102111

১৯৯৪ সালে ফেং লিং তার নতুন ক্যান্টোনিজ অ্যালবাম ‘তোমার সঙ্গে থাকা কত ভালো’ প্রকাশ করেন। এই অ্যালবামটির দ্রুত ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়ে যায়। তিনি এই অ্যালবামের জন্য চীনের প্রায় সব সংগীত অ্যাওয়ার্ড জয় করেন। এর মাধ্যমে ফেং লিং চীনের ক্যান্টোনিজ গানের প্রতিনিধিত্বকারী একজন গায়িকা হন। অ্যালবামে তিনি চীনের অন্য এক জনপ্রিয় গায়ক উ ছি সিয়ানের একটি ম্যান্ডারিন গান ক্যান্টোনিজ গানে পরিণত করেন। গানটি অনেক কঠিন হলেও ফেং লিং সুন্দরভাবে সেই গান গেয়েছেন। এ কারণে গানটি একটি ক্লাসিক গানে পরিণত হয়। বন্ধুরা, এখন ফেং লিংয়ের গান ‘তোমার সঙ্গে যাই’ শুনুন।গান ৪

ক্যান্টোনিজ গানের পাশাপাশি ফেং লিংয়ের ম্যান্ডারিন গানগুলোও বেশ জনপ্রিয়। ১৯৯৬ সালে তিনি অ্যালবাম ‘বন্দী’ প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান ‘বন্দী’ চীনের পাশাপাশি মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও বেশি জনপ্রিয়তা পায়। অ্যালবামের বিরহী প্রেমের গান অনেক মানুষকে মুগ্ধ করে। বন্ধুরা, এখন শুনুন ফেং লিংয়ের জনপ্রিয় গান ‘বন্দী’।গান ৫

১৯৯৭ সালে ফেং লিং হংকংয়ের একমাত্র গায়িকা হিসেবে চীনের বসন্ত উত্সব গালায় পারফর্ম করেন। চীনের কোলে হংকংয়ের ফিরে আসার পর তিনি প্রথম হংকংয়ের স্টেডিয়ামে ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন। বন্ধুরা, এখন শুনুন ফেং লিং এবং তাইওয়ানের জনপ্রিয় গায়ক ওয়াং লি হংয়ের গাওয়া একটি সুন্দর দ্বৈত গান; গানের নাম ‘আমাকে উষ্ণতা দাও’।গান ৬

২০০২ সালে বিদায়ী পারফরম্যান্সের পর ফেং লিং অবসর নেওয়ার ঘোষণা দেন। এরপর প্রায় ২০ বছর পার হলেও তার গানগুলো এখনও বেশ জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে ফেং লিংয়ের আরেকটি সুন্দর গান ‘তোমার অপেক্ষা করি’ শুনবো। আশা করি, তার গানগুলো আপনারা পছন্দ করছেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।