সংবাদ পর্যালোচনা আফগানদের দুর্দশা: জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করল বিভিন্ন দেশ
2021-08-25 16:24:51

সংবাদ পর্যালোচনা আফগানদের দুর্দশা: জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করল বিভিন্ন দেশ_fororder_0825

অগাস্ট ২৫: স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদে আফগানবিষয়ক একটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। চীন, কিউবা, ভেনেজুয়েলা ও ইরানের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের কারণে আফগানিস্তানে বর্তমান মানবিক সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন।

জাতিসংঘস্থ চীনা স্থায়ী প্রতিনিধি ছেন সুই সম্মেলনে বলেন, আফগান পরিস্থিতির বড় পরিবর্তন ঘটেছে। চীন আফগান জনগণের ইচ্ছাকে সম্মান করে। বর্তমানে আফগানিস্তানের জন্য সবচেয়ে জরুরি কাজ হলো শান্তি, স্থিতিশীলতা ও শৃঙ্খলা পুনরুদ্ধার করা।

ছেন সুই বলেন, “আফগানিস্তানের সাধারণ মানুষ এবং সেদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করতে হবে। আফগানিস্তানে বিভিন্ন দেশের কূটনৈতিক সংস্থা ও ব্যক্তিবর্গের অধিকার লংঘন করা যাবে না। চীন লক্ষ্য করছে, আফগান তালিবান বহুবার ঘোষণা দিয়েছে যে, তারা জনগণের সমস্যা সমাধান করবে, জনগণের ইচ্ছা পূরণ করবে, একটি সহনশীল সরকার গঠন করবে, সাবেক সরকারি কর্মকর্তাদের মাফ করবে এবং নারী কথা বলা, কাজ করা ও শিক্ষাগ্রহণের অধিকার রক্ষা করবে।”

ছেন সুই বলেন, চীন আফগান তালিবানের ঘোষণাগুলো বাস্তবায়নে সমর্থন করবে। তিনি বলেন, “আফগান তালিবান নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে চীন আশা করে। সমাজের বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের মাধ্যমে একটি জনসমর্থিত ও সহনশীল সরকার গঠনকে চীন সমর্থন করে। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধমূলক তত্পরতা বন্ধ করে, আফগান পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও দুর্দশাগ্রস্ত আফগান জনগণকে নিয়ে দেশ পুনর্নির্মাণে তালিবান নেতৃত্ব দেবে বলে চীনের আশা।”

ছেন সুই আরও বলেন, যুক্তরাষ্ট্রসহ কোনো কোনো দেশ গণতন্ত্র ও মানবাধিকারের পতাকা নিয়ে সার্বভৌম দেশে সামরিক আগ্রাসন চালায় এবং নিজের উন্নয়ন মডেল জোর করে অন্য দেশের ওপরে চাপিয়ে দেওয়ার মতো অপচেষ্টা চালায়। এতে আফগানিস্তানের মতো দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লংঘিত হয় এবং জনগণের জন্য সৃষ্টি হয় বিপর্যয়। এমন অভিজ্ঞতা থেকে সকলের শিক্ষা গ্রহণ করা উচিত।

তিনি বলেন, “বাস্তবে প্রমাণিত হয়েছে যে, বল প্রয়োগ করে বা সামরিক পদ্ধতিতে সমস্যা সমাধান করা যায় না। এতে কেবল স্থানীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হয় এবং জনগণের জন্য সৃষ্টি হয় নানান দুর্ভোগ। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বাহিনীকে আফগানিস্তানে মানবাধিকার লংঘনের জন্য জবাবদিহি করতে হবে।”

ছেন সুই বলেন, চীন সবসময় আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করে। চীন কখনও আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না এবং আফগান জনগণের সাথে বন্ধুসুলভ আচরণ করে যাবে। তিনি বলেন,“চীন অব্যাহতভাবে আফগানিস্তানের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ সহযোগিতামুলক সম্পর্ক উন্নয়ন করতে চায় এবং আফগানিস্তানের শান্তি ও পুনর্নিমাণে গঠনমুলক ভূমিকা পালন করতে চায়।”

সম্মেলনে কিউবার প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর উচিত আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য নিজেদের দায় স্বীকার করা। আফগানিস্তানসহ কোনো সার্বভৌম দেশের ভবিষ্যত নিয়ন্ত্রণের অধিকার নেই যুক্তরাষ্ট্রের। ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে যে, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত যেসব দেশে  ‘গণতন্ত্র’, ‘মানবাধিকার’ ও ‘সন্ত্রাসদমন’-এর অজুহাতে আগ্রাসন চালিয়েছে, সেসেব দেশে বিশৃঙ্খলা, ধ্বংস, মৃত্যু ও দারিদ্র্যই শুধু বেড়েছে।

ভেনেজুয়েলার প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্র দেশগুলো আফগানিস্তানে ২০ বছর ধরে সামরিক আগ্রাসন চালিয়েছে। এর ফলে আফগানরা শিকার হয়েছে বিশৃঙ্খল, ধ্বংস ও মৃত্যুর। এ দেশগুলো মানবজাতির বিরুদ্ধে অপরাধ করেছে।

ইরানি প্রতিনিধি বলেন, মার্কিন হস্তক্ষেপ আফগানিস্তানের জন্য ধ্বংস, কষ্ট ও নিরাশা বয়ে এনেছে। এমন অবস্থার জন্য যুক্তরাষ্ট্র দায়ী এবং দেশটির উচিত সে দায় স্বীকার করা।

(ইয়াং/আলিম/ছাই)