সংবাদ পর্যালোচনা: ‘পঞ্চম চীন-আরব মেলা’ দু’পক্ষের সহযোগিতার নতুন প্রাণশক্তি
2021-08-23 15:09:36

সংবাদ পর্যালোচনা:  ‘পঞ্চম চীন-আরব মেলা’ দু’পক্ষের সহযোগিতার নতুন প্রাণশক্তি_fororder_0823-2

সংবাদ পর্যালোচনা:  ‘পঞ্চম চীন-আরব মেলা’ দু’পক্ষের সহযোগিতার নতুন প্রাণশক্তি_fororder_0823-1

অগাস্ট ২৩: ‘পঞ্চম চীন-আরব মেলা’ গতকাল (রোববার) চীনের নিংসিয়া প্রদেশের ইনছুয়ান শহরে শেষ হয়েছে। মহামারীর মধ্যে আয়োজিত এ মেলায় ডিজিটাল পদ্ধতিতে আরো সুবিধাজনক ও কার্যকর আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মঞ্চ সৃষ্টি হয়েছে।

মহামারীর প্রেক্ষাপটে আয়োজিত এ মেলা ‘এক অঞ্চল, এক পথ’ সংশ্লিষ্ট দেশ ও আরব দেশগুলোতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এর মাধ্যমে চীন ও আরব দেশের সঙ্গে যৌথভাবে মহামারী প্রতিরোধ করা এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের ইচ্ছা আরো দৃঢ় হয়ে উঠেছে।

মধ্যপ্রাচ্য ‘এক অঞ্চল, এক পথ’ গবেষণাকেন্দ্রের পরিচালক ভাল ইয়াসেন এ মেলার উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে এ মেলার আয়োজন আরব দেশ ও চীনের সঙ্গে কঠিন সময় পরস্পরকে সহযোগিতা করার দৃষ্টান্ত। আন্তর্জাতিক সমাজের জন্যও এটা একটা ইতিবাচক ইঙ্গিত। যা চীন, আরব- তথা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের একটি ভালো সুযোগ।

 

এবারের মেলা অনলাইন ও অফলাইনে আয়োজন করা হয়। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এ মেলায় উন্নয়নের নতুন সুযোগ নিয়ে আলোচনা করেছেন। নিংসিয়া প্রদেশের মেলা ব্যুরোর উপ-পরিচালক জাং লি ওয়েই বলেন,  এবারের মেলার অনেক বৈশিষ্ট্য রয়েছে। ঐতিহ্যবাহী মেলার পরিবর্তে অনলাইনে একটি কোম্পানি ও তার পণ্য আরো বহুমাত্রিকভাবে প্রদর্শন করা যায়। এতে স্থানের সীমাবদ্ধতা থেকে বের হয়ে আরো দীর্ঘমেয়াদী ও বেশি প্রভাব পড়বে।

৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের কয়েক হাজার কোম্পানি অনলাইন ও অফলাইনে এ মেলায় অংশগ্রহণ করেছে। এতে বিশ্ব ও চীনের প্রথম ৫০০টি বড় আকারের শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কয়েক ডজন কোম্পানি রয়েছে। মেলায় ১৫ হাজার ৬০০ কোটি ইউয়ান মূল্যের ২৭৭টি চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন প্রযুক্তি, নতুন জ্বালানিসম্পদ, নতুন কাঁচামাল ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা চুক্তি বেশি। রাষ্ট্রীয় পর্যায়ের সহযোগিতা চুক্তি ৮টি।

মেলায় ‘চীন-আরব আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন বার্ষিক প্রতিবেদন’ এবং ‘চীন-আরব আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ২০২১ উন্নয়ন প্রতিবেদন’সহ ৩টি প্রতিবেদন প্রকাশিত হয়। মেলায় প্রথমবারের মতো মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতকে প্রধান অতিথি দেশ এবং হ্যনান প্রদেশ ও ছুংছিং শহরকে প্রধান প্রতিপাদ্য প্রদেশ ও শহর হিসেবে নির্ধারণ করা হয়।

নিংসিয়া প্রদেশের হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট লাই চিয়াও জানান: আমরা সারা দেশের লক্ষ্যকে সামনে রেখে আঞ্চলিক উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করেছি। চীন-আরব মেলার আকর্ষণ ও প্রভাব আরো উন্নত করার চেষ্টা করে আসছি। ‘এক অঞ্চল, এক পথ’ এবং চীন-আরব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য নিংসিয়ার অবদান রাখার চেষ্টা করছি।

(ইয়াং/তৌহিদ/ছাই)