সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডাক্তার শরীফ বুলবুল। তিনি বর্তমানে বাংলাদেশের মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী নিবন্ধক ও অর্থোপেডিক সার্জন হিসেবে কর্মরত আছেন। তিনি এ হাসপাতালের কোভিড-১৯ ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। চীনের সাথে বাংলাদেশের টিকা খাতের সহযোগিতা নিয়ে তিনি কী ভাবছেন? চলুন, তাঁর সঙ্গে আলাপ করে জেনে নিই।