রোববারের আলাপন:গণমাধ্যমে টোকিও অলিম্পিকের উচ্চ মূল্যায়ন
2021-08-22 20:48:52

৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আসর গত রোববার সন্ধ্যায় জাপানের রাজধানী  টোকিওতে শেষ হয়েছে। এশিয়ার তথ্যমাধ্যমগুলো এবারের অলিম্পিক গেমসের উচ্চ মূল্যায়ন করেছে। তাদের মতে, এবারের অলিম্পিক গেমস ছিল শক্তি ও উষ্ণতায় পরিপূর্ণ।

জাপানের পত্রিকা নিক্কন স্পোর্টসের এক সংবাদে বলা হয়, মহামারীর কারণে টোকিও অলিম্পিক গেমসে দর্শক ছিল না। তাই কেউ কেউ বলছেন এবারের অলিম্পিক গেমসে ছিল প্রাণহীন। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ বলেছেন, খেলোয়াড়দের প্রচেষ্টা “টোকিও ২০২০”-কে প্রাণ প্রদান করেছে। ফলে এটি একটি সত্যিকারের আসরে পরিণত হয়েছে। 

ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা আন্তারার এক সম্পাদকীয়তে বলা হয়, মহামারীর কারণে টোকিও অলিম্পিক গেমসে দর্শক ছিল না। তা সত্ত্বেও অনলাইনে খেলাপ্রেমীরা খেলোয়াড়দের উতসাহিত করেছেন। তারা স্টেডিয়ামে আসতে না পারলেও, অনলাইনে তাদের দেখানো আগ্রহ আরো বেশি মানুষকে অলিম্পিক জাদুতে মোহিত করেছে। 

থাইল্যান্ডের একটি সংবাদ সংস্থায় প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়, চিকিত্সা বিশেষজ্ঞদের মতে, অলিম্পিক গেমসের সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। এতে বোঝা যায়, মহামারী ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব। টোকিও বিশ্বের অন্যান্য দেশের প্রতি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা প্রদান করেছে। 

মঙ্গোলিয়ার ডেইলি নিউজের ওয়েবসাইটে বলা হয়, টোকিও অলিম্পিক গেমস এক বছর বিলম্ব হয়েছে, তারপরও জাপানের জন্য এটি অনেক বড় সফলতা। আয়োজক দেশ জাপান কঠোরভাবে মহামারি প্রতিরোধ নীতিবিধি পালন করেছে, উচ্চমান সম্পন্ন প্রতিযোগিতার সফল আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠান “ আমরা একা নই, গোটা মানবজাতি একটি পরিবার’-এর ধারণা জোরদার করেছে।