ছোটবেলায় নিজে নিজেই বাজাতে শুরু করেছিলাম: রীনাত ফওজিয়া
2021-08-20 20:06:44

ছোটবেলায় নিজে নিজেই বাজাতে শুরু করেছিলাম: রীনাত ফওজিয়া_fororder_wenhua1

বাসায় একটা ছোট সুরবাহার ছিল। বাবা (সঙ্গীতজ্ঞ মোবারক হোসেন খান) সেটা জানালার গ্রিলের সঙ্গে বেঁধে রাখতেন। আমি সেটার পিছনে বসে বাজাতে শুরু করলাম। বাবা-মা শেখাবেন না তো কী- আমি নিজে নিজেই শিখবো! বড় চাচা ওস্তাদ আবেদ হোসেন খানের বই ফলো করে শুরু করে দিলাম। আমার কাণ্ড দেখে মা (শিল্পী ফওজিয়া খান) বাবাকে বললেন, ওকে না শেখাতেই বাজনা শুরু করে দিয়েছে, শেখালে তো ভালো বাজাতে পারবে। এতে রাজি হলেন বাবা!

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ছোটবেলায় সেতার শেখার মরিয়া-চেষ্টার স্মৃতিচারণ করলেন বিশিষ্ট সেতারশিল্পী অধ্যাপক রীনাত ফওজিয়া। শোনালেন দাদা সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও আয়েত আলী খাঁর গল্প। আর তার সেতারবাদন তো রয়েছেই।

সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।