খাইরুল ইসলামের সাক্ষাত্কার
2021-08-20 20:43:00

খাইরুল ইসলামের সাক্ষাত্কার_fororder_a2020058443f511acf290ba464013f1

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’ আসরে আমার সাথে যোগ দিচ্ছেন চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী খাইরুল ইসলাম । তিনি ২০১৬ সালে জিয়াংসু প্রাদেশিক সরকারের অর্থায়নে হুয়াইন ইন্সটিটিউট অব টেকনোলজিতে ফুল ফ্রী প্রেসিডেন্টশিপ  স্কলারশিপ নিয়ে ভর্তি হন। ২০২০ সালে তিনি সফটওয়ার  ইঞ্জিনিয়ারিংয়ে সেখান থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। একই বছর তিনি চীনের কেন্দ্রীয় সরকারের বৃত্তিসহ শানডং বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ পান। বর্তমানে তিনি শানডং বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স  অব ইঞ্জিনিয়ারিং ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়ালোখা করছেন।

পাশাপাশি তিনি চীন-বাংলাদেশের ক্রস কালচারাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন। চীনে বসবাসরত বাংলাদেশী পেশাজীবি এবং শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

 তো চলুন, তাঁর কথা শুনি।