পরিচ্ছন্নকর্মী দম্পতির ভালোবাসার গল্প
2021-08-20 15:54:13

পরিচ্ছন্নকর্মী দম্পতির ভালোবাসার গল্প_fororder_huan1

চীনের ঐতিহ্যবাহী ভালোবাসা দিবসের দিনে চীনের ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরের ভুসিয়া নদীতে নদী পরিচ্ছন্নকর্মী ওয়াং কুই ইয়াও একটি নৌকা চালাচ্ছিলেন। তবে তাঁর চোখ সবসময় নৌকার অন্য প্রান্তে বর্জ্য সংগ্রহ করা স্ত্রীর দিকে নিবদ্ধ ছিল।

 

ওয়াং কুই ইয়াও-এর বয়স ৬৫ বছর; তাঁর স্ত্রীর নাম লিউ ফেং মেই, বয়স ৬৩ বছর। তারা বিয়ে করেছেন ৪১ বছর আগে! ওয়াং কুই ইয়াও-এর বয়স ৬৫ বছর; তাঁর স্ত্রীর নাম লিউ ফেং মেই, বয়স ৬৩ বছর। তারা বিয়ে করেছেন ৪১ বছর আগে! তাদের বাবা মা ভালো বন্ধু, তাই তাদের বাবা-মা এই বিয়ের ব্যবস্থা করেন।

 সেই অল্প বয়স থেকেই তাদের প্রেমের গল্প ও বিশেষ সম্পর্ক শুরু হয়।

তারা নিজেদের বিয়ের সময়ের কথা ভাবছিলেন। তাঁদের দুই পরিবার দুটি আলাদা গ্রামে থাকতো। দুই গ্রামের দূরত্ব ৫/৬ কিলোমিটার। তখন যোগাযোগব্যবস্থা ভালো ছিল না। যখন ওয়াং কুই ইয়াও-এর বয়স ২৪ বছর, তখন তাঁরা দু’জন ঘটকের মাধ্যমে প্রথম দেখা করেন।

 

অতীতের কথা স্মরণ করে ওয়াং। তখন তিনি খুব গরিব ছিলেন। এখনকার মতো বাড়ি-গাড়ি-অর্থ ছিল না। তিনি দুটি ফেসক্রিম নিয়ে লিউকে বিয়ে করতে গিয়েছিলেন। আর সেই দুটি ফেসক্রিমও নতুন ছিল না। কিছুটা ব্যবহার করা হয়েছিল।

ওয়াং বলেন, তখন মনে খুব আবেগ ছিল। কিন্তু যখন আমরা একসাথে বসেছিলাম, তখন দু’জনই মাথা নিচু করে ছিলাম, পরস্পরকে দেখার সাহসও হচ্ছিল না। খুব লজ্জা লাগছিল, কিছুই বলতে পারছিলাম না। ওয়াং-এর দৃষ্টিতে গ্রামের মানুষ চেহারা বা সৌন্দর্যকে গুরুত্ব দেয় না। শুধুই গুরুত্ব দেওয়া হয়, স্বামী বা স্ত্রী পরিশ্রমী কি না, কাজ করতে পারে কি না। ওয়াং বলেন, তাঁর স্ত্রী এক্ষেত্রে খুবই ভালো। তাই তখন তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

 

বিয়ে করার পর স্বামী ও স্ত্রী দু’জন মাছ চাষ শুরু করেন। প্রতিদিন ভোর চারটা থেকে ব্যস্ত হয়ে পড়েন দু’জন। স্বামী ওয়াং খুব ভালো সাঁতার কাটতে পারেন, তাই তিনি নৌকা চালান আর স্ত্রী লিউ নৌকার এক মাথায় বসে কাজ করতেন।

পরিচ্ছন্নকর্মী দম্পতির ভালোবাসার গল্প_fororder_huan3

কিন্তু মাছের ব্যবসা লাভজনক হয় না। ২০১১ সালে এই দম্পতি ফুচিয়ান প্রদেশে গিয়ে কাজ করা শুরু করেন। বন্ধুর সাহায্যে দু’জন একটি পরিবেশ পরিচ্ছন্নকরণ কোম্পানিতে চাকরি জুটিয়ে নেন। স্ত্রী লিউ ভুসিয়া নদীতে নদী পরিষ্কারের কাজ করেন আর স্বামী ওয়াং রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেন।

 

তিন  বছর পর, স্ত্রী লিউ কোম্পানিতে গিয়ে স্বামী ওয়াংকেও তার সঙ্গে একসাথে নদী পরিষ্কার কাজ করার প্রস্তাব দেন। পরে দু’জন একই নৌকায় নদী পরিষ্কার করার কাজ শুরু করেন।

 

যেদিন দু’জন আবার একই নৌকায় কাজ করা শুরু করেন, সেদিনের কথা স্মরণ করে স্ত্রী লিউ হাসতে হাসতে বলেন, দু’জন নদীতে একই নৌকায় কাজ করছিলাম, এত ভালো পরিবেশ, ভাবতে কিছুটা রোমান্টিক লাগছিলো।

পরিচ্ছন্নকর্মী দম্পতির ভালোবাসার গল্প_fororder_huan2

এভাবে এত বছর ধরে স্বামী ও স্ত্রী দু’জন নৌকার দুই মাথায় ৪০ বছরেরও বেশি সময় ধরে প্রেমের গল্প তৈরি করেছেন। যখন পারিবারিক অবস্থা খারাপ ছিলো, তখন তারা নৌকায় বসে মাছ ধরতে ও  কঠোর জীবনের সঙ্গে লড়াই করতেন। এখন জীবনের মান অনেক ভালো হয়েছে। এখন প্রতিদিন নৌকায় বর্জ্য সংগ্রহ করা হলো- দু’জনের নিত্যদিনের কাজ।

 

বর্জ্য সংগ্রহের কাজ শেষে দু’জন আবর্জনা ব্যবস্থাপনার কাজ করেন। স্ত্রী সাইকেল থেকে পানি নিয়ে স্বামীকে দেন, নিজের রুমাল দিয়ে স্বামীর মাথার ঘাম মুছে দেন। তারপর পাখা দিয়ে স্বামীকে ঠান্ডা বাতাস করেন। দু’জন এভাবে দশ মিনিট বিশ্রাম নেওয়ার পর আবারও নৌকায় উঠে বর্জ্য সংগ্রহ করা শুরু করেন।

 

দু’জন এভাবে বছরের পর বছর ধরে সাধারণ ও সরল জীবন কাটিয়েছেন। স্ত্রী লিউ বলতে পারেন না- ভালোবাসা কি, তবে তিনি বুঝতে পারেন যে, ভালোবাসা এই নদীর মতো স্বচ্ছ হওয়া উচিত।