ওয়েই শুয়েই মান
2021-08-19 09:28:17

 

ওয়েই শুয়েই মান_fororder_QQ截图20210819092648

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন কণ্ঠশিল্পীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ওয়েই শুয়েই মান। তার কণ্ঠ পরিষ্কার ও সুন্দর। বর্তমানে তিনি শিল্পীর তুলনায় জনপ্রিয় সংগীত শিক্ষক হিসেবে বেশি পরিচিত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে ওয়েই শুয়েই মানের কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন তার জনপ্রিয় একটি গান ‘সময়ের ফুল’।গান ১

ওয়েই শুয়েই মান ১৯৭৮ সালে চীনের সিছুয়ান প্রদেশের চিইয়াং শহরে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক স্কুল থেকে তিনি সংগীতচর্চা শুরু করেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাসের পর পেশাদার শিল্পী হন। ২০০১ সালে তিনি তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা বুঝেছি’ প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান ‘ভালোবাসা বুঝেছি’ খুব কোমল একটি প্রেমের গান। ওয়েই শুয়েই মানের সুন্দর কণ্ঠে গানটি অনেক জনপ্রিয় হয়। বন্ধুরা, ওয়েই শুয়েই মানের এই সুন্দর গান ‘ভালোবাসা বুঝেছি’ শুনুন।গান ২

প্রথম অ্যালবাম প্রকাশের পরপরই ওয়েই শুয়েই মান অনেকের প্রিয় হয়ে ওঠেন। ২০০৩ সালে ওয়েই শুয়েই মানের দ্বিতীয় অ্যালবাম ‘দেবদূতের বানান’ মুক্তি পায়। এই অ্যালবামে চীনা সুরকার ছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশের সংগীতশিল্পীর গান রয়েছে। তাই অ্যালবামের গানের শৈলীও অনেক বৈচিত্র্যময়। এই অ্যালবামের গান ‘সাবধান’ সে বছরের শ্রেষ্ঠ গানের পুরস্কার পায়। বন্ধুরা, এখন ওয়েই শুয়েই মানের গান ‘সাবধান’ শুনুন।গান ৩

ওয়েই শুয়েই মান_fororder_QQ截图20210819092711

২০০৪ সাল থেকে ওয়েই শুয়েই মান কুয়াংতং বেতারে একটি সংগীত রেডিও’র উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। এই রেডিও অনুষ্ঠানে প্রধানত তিনি সংগীতের গল্প শেয়ার করেন, মানুষকে সংগীতের প্রতি আকৃষ্ট করেন। বন্ধুরা, এবার আমরা শুনবো ওয়েই শুয়েই মানের কণ্ঠে একটি জনপ্রিয় গান ‘সমুদ্রের শব্দ শুনি’। গানটি এর কঠিনতার জন্য পরিচিত, কিন্তু ওয়েই শুয়েই মান তার উচ্চ শিল্পী দক্ষতা দিয়ে সুন্দরভাবে গানটি পরিবেশন করেন। বন্ধুরা চলুন গানটি শুনি।গান ৪

রেডিও অনুষ্ঠানের মাধ্যমে ওয়েই শুয়েই মান বুঝতে পারেন- নিজে গান গাওয়ার চেয়ে অন্যকে গান শেখানো বেশি আনন্দদায়ক। ২০০৯ সালে তিনি বিভিন্ন জনপ্রিয় টিভি অনুষ্ঠানের সংগীত পরিচালক হিসেবে কাজ করা শুরু করেন এবং অন্যান্য গায়ককে সংগীত নির্দেশনা দেন। তার কাজ বেশ প্রশংসিত হয়। তখন থেকেই সংগীত শিক্ষক হিসেবে তিনি পরিচিতি পান। বন্ধুরা, এখন শুনুন ওয়েই মানের একটি সুন্দর গান ‘তোমার পাশ দিয়ে যাই’।গান ৫

২০১৪ সালে ওয়েই শুয়েই মান চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘ভয়েস অফ চায়নাতে’ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তার চমত্কার পারফরম্যান্স সব বিচারকের প্রশংসা পায় এবং দর্শকদের মন জয় করে।

বন্ধুরা, এখন শুনুন সেই অনুষ্ঠানে ওয়েই শুয়েই মানের গাওয়া খুব সুন্দর একটি গান ‘আমি সত্যি তোমাকে ভালোবাসি’।গান ৬

বর্তমানে গানের পাশাপাশি সাধারণ মানুষদের সংগীতের ক্লাস নেন ওয়েই শুয়েই মান। তিনি আশা করেন, তার চেষ্টায় সবাই সংগীতের সৌন্দর্য খুঁজে পাবে এবং সুন্দরভাবে গান গাইতে পারবে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ওয়েই শুয়েই মানের আরেকটি সুন্দর গান ‘সে’ শুনবো। আশা করি তার গানগুলো আপনাদের ভালো লেগেছে।গান  ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।