‘যৌথ টিকা উৎপাদন সফল হলে, ৬ মাসের মধ্যেই ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব’
2021-08-19 19:32:16

ব্যবসাপাতির ৩৫তম পর্বে যা থাকছে:

# বাংলাদেশে করোনা টিকার উৎপাদন: কী প্রভাব পড়বে?

# চীনে বেড়েছে ডি লিলির কদর

# করোনায় বিপর্যস্ত কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল, দাম বেড়েছে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে

‘যৌথ টিকা উৎপাদন সফল হলে, ৬ মাসের মধ্যেই ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব’_fororder_jing

সপ্তাহের সাক্ষাৎকার:

‘চীনের সঙ্গে যৌথ টিকা উৎপাদনের বিষয়টি বাংলাদেশের জন্য একটি মাইলফলক। এ কার্যকম সফলভাবে শুরু হলে, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব। এজন্য  সরকারকে হতে হবে কৌশলী, নিতে হবে কার্যকর পরিকল্পনা। সব ঠিকঠাক থাকলে, ৬ মাসের মধ্যেই সবার জন্য টিকা নিশ্চিত করা সম্ভব’।

                           -অধ্যাপক মোজাহেরুল হক