‘শুধু তোমাকে ভালোবাসি’
2021-08-18 10:40:14

‘শুধু তোমাকে ভালোবাসি’_fororder_ren

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী রেন সিয়ান ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

রেন সিয়ান ছি, ১৯৬৬ সালের ২৩ জুন চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার। তিনি একই সঙ্গে একজন অভিনেতা ও রেসার।

 

১৯৯০ সালে রেন সিয়ান ছি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে পা দেন। ১৯৯৬ সালে তাঁর অ্যালবাম ‘হৃদয় অনেক নরম’ অ্যালবামের ২.৬ কোটি কপি বিক্রি হয়। তিনি এই অ্যালবামের থিম সং ‘হৃদয় অনেক নরম’ নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন।

 

বন্ধুরা, এখন শুনুন রেন সিয়ান ছি’র গান ‘শুধু তোমাকে ভালোবাসি’। গানের কথাগুলো এমন: বৃষ্টির দিনে আমার হৃদয়ে অনেক ব্যথা। ভালোবাসা শুধু তোমাকে, কিন্তু তা আমার একার কথা। জানি তা অসম্ভব, কিন্তু ছেড়ে দিতে পারি না। তুমি জানো, আমার হৃদয়ে, শুধু তুমি একা।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন রেন সিয়ান ছি’র কণ্ঠে ‘আমি একটি মাছ’ নামের গান। গানের কথাগুলো এমন: তোমাকে মিস করার অনুভূতি ভোলা যায় না। আমার উত্সাহ লাগছে। জুন জুলাই-এর আবহাওয়ায় বৃষ্টি গায়ে লাগে। তোমাকে প্রয়োজন, আমি একটি মাছ। তোমাকে ছাড়া, যেন মাছ মাটিতে আছে। বেঁচে থাকা যায় না।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন ‘উল্টোদিকের মেয়ে, এদিকে দেখো’ নামের গানটি। গানের কথায় বলা হয়: ওই পাশের মেয়ে, এদিকে দেখো, এদিকে দেখো। এখানে অনুষ্ঠান খুবই চমত্কার, দয়া করে, উপেক্ষা কোরো না। ওই পাশের মেয়ে, এদিকে দেখো, এদিকে দেখো, আমার চেহারায় ভয় নেই। আসলে আমি খুব লাভলি। একাকী ছেলের দুঃখ, কেউ বোঝে না।

আচ্ছা, শুনুন তাঁর এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন রেন সিয়ান ছি’র গান ‘আর আমি আছি’। গানের কথায় বলা হয়: তুমি দেখতে খুবই ক্লান্ত। তোমার চোখে অশ্রু, আমার হৃদয়ও ভেঙে গেছে। আমি তোমার জন্য পুরো রাত ঘুমাতে পারি না, পুরো বিশ্ব তোমাকে ছেড়ে দিলেও আমি তোমার সঙ্গে থাকবো।  আমি তোমার অপেক্ষা করবো।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী রেন সিয়ান ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)