চীন ও বাংলাদেশের টিকা সহযোগিতা
2021-08-17 14:03:03

বাংলাদেশে টিকা উত্পাদনের লক্ষ্যে ১৬ অগাস্ট বাংলাদেশ সরকার ও চীন সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী চীন থেকে সিনোফার্মের টিকা উৎপাদনের কাঁচামাল যাবে বাংলাদেশে। এরপর ইনসেপ্টা কোম্পানি ভ্যাকসিন প্ল্যান্টে বাকি কাজ সম্পাদন করবে। তা ছাড়া, উন্নয়নশীল দেশকে করোনা টিকার মেধাসত্ব ছাড়ে সমর্থন জানায় চীন।

মহামারির শুরুর দিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মানবজাতির অভিন্ন স্বাস্থ্যের কমিউনিটি গঠনের কথা উল্লেখ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে- চীনের করোনা টিকাকে বিশ্বের গণপণ্যে পরিণত করা হবে। চীন বাস্তবসম্মত কাজের মাধ্যমে নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছে। যা আন্তর্জাতিক সমাজের জন্য দৃষ্টান্ত তৈরি করেছে এবং মহামারি প্রতিরোধে বিশ্বকে আস্থা যুগিয়েছে।