‘বসন্তের খালি পাহাড়’
2021-08-17 10:35:26

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী রেন রানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

রেন রান, ১৯৮৯ সালের ৩ জুলাই চীনের সিছুয়ান প্রদেশের ছেং তু শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী। ২০১১ সালের ১৭ অগাস্ট রেন রানের প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘রেন রান’ প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি সংগীত মহলে যোগ দেন।

 

২০১২ সালের মে মাসে, রেন রানের গান ‘হ্যালো, অপরিচিত মানুষ’ প্রকাশিত হয়। ২০১৪ সালের ১ জানুয়ারি তাঁর অ্যালবাম ‘বিশ্বের বাইরে’ বাজারে আসে। ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর তাঁর অ্যালবাম ‘রেন রানের শ্রেষ্ঠ গান’ মুক্তি পায়।

‘বসন্তের খালি পাহাড়’_fororder_ren

বন্ধুরা, এখন শুনুন রেন রানের গান ‘বসন্তের খালি পাহাড়’। গানের কথাগুলো এমন: সেই পাহাড় নদনদীকে বাধা দেয়, মেঘ ও কুয়াশা পাহাড়ে ভেসে থাকে। হঠাত্ সময় পার হয়ে আমার চুল সাদা হয়ে যায়। কাগজ, কলম, মাতাল হয়ে ফুলের নিচে শুয়ে থাকি। ছোট নদী যেন আকাশের শেষে আছে, কি আরাম এই দুনিয়া। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন রেন রানের কণ্ঠে ‘পাখি ও ঘুর্ঘুরে পোকা’। গানের কথাগুলো এমন: তুমি বলো, বালক-সুলভ প্রথম প্রেমের কথা। যদি অল্প তুষার পড়ে, তাহলে আমাদের মিলিত হওয়ার স্থান আছে। ১৩তম মাসে তুমি এসেছো। সমুদ্রের সীমানাও এত দূরে নয়। তুমি গৌরবের সঙ্গে উড়ে গেছো, আমার গ্রীষ্মকাল থেকে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন রেন রানের গান ‘খালি’। গানের কথাগুলো এমন: পরিচিত, তবে ভালোমতো জানি না, এ অনুভূতি, আগের সবই স্মৃতি। আমাদের প্রেম ভেঙে গেছে, তিন শতাধিক দিন আগে। তবে আমার ভয় হয়, তোমাকে আবার দেখতে। এভাবে এক বছর পর কোনো পরিবর্তন হয় নি। তোমাকে ছাড়া পৃথিবীতে থাকি, সব খালি।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন রেন রানের গান ‘যে স্মৃতি থেকে বের হওয়া যায় না’। গানের কথায় বলা হয়: অবশেষে নিজে ভালোবাসাকে বাছাই করি, তারপর নিজের প্রিয় মানুষকে ভুলে যাই। সব সরল চিন্তা লুকিয়ে রাখি, চিরদিনের প্রতিশ্রুতির অপেক্ষা করবো না। এক দরজা বন্ধ করে অন্য দরজা খুলি, হয়তো একটি নতুন যাত্রা শুরু করতে পারি। তবে যেখানে যাই, সেখানে তোমাকে ভাবি। পরিচিত দৃশ্য, সবই তোমার সঙ্গে জড়িত।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী রেন রানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)