আগস্ট ১৬: বাংলাদেশে করোনা টিকা উৎপাদনের যৌথ চুক্তি সাক্ষর করেছে বাংলাদেশ সরকার, ইনসেপ্টা ও চীনের সিনোফার্ম। সোমবার ঢাকার মহাখালীতে কলেজ অফ ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স অডিটোরিয়ামে এ চুক্তি সাক্ষরিত হয়।
চুক্তিতে সাক্ষর করেন বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী, ইন্সেপ্টার চেয়ারম্যান এবং চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপ কোম্পানি ও সিনোফার্মের প্রেসিডেন্ট।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন সব সময় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেয়। বাংলাদেশের সঙ্গে যৌথ টিকা উৎপাদন কার্যক্রম শুরু করতে পেরে চীন আনন্দিত। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, চীন থেকে টিকা তৈরির কাঁচামাল আসা যেন অব্যাহত থাকে সে ব্যাপারে সব পক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
একই অনুষ্ঠানে স্বাস্থমন্ত্রী বলেন, যৌথ টিকা উৎপাদনের এ উদ্যোগ চীন বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে ২৭ কোটি টিকা প্রয়োজন জানিয়ে মন্ত্রী বলেন, চীনের সহযোগিতা দেশের টিকাদান কার্যক্রমকে আরো গতিশীল করবে। অভি/সাজিদ
ছবি: সৌরভ