চীনের শানদং প্রদেশের তরুণী হাও খাই লি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর লাভ করেন। কিন্তু বর্তমানে তিনি কেনিয়ার কেনিয়াট্টা ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের একজন চীনা ভাষার শিক্ষিকা। তাঁর যৌবনকালকে তিনি বিদেশে চীনা ভাষা শেখানোয় ব্যয় করছেন।
২০২০ সালে হাও খাই লি কেনিয়ায় আসেন। তাঁর কেনিয়ার শিক্ষার্থীদের চীন ও চীনা সংস্কৃতিতে অনেক আগ্রহ রয়েছে। তিনি শিক্ষার্থীদেরকে চীনা গান শিখান এবং তাঁদেরকে নিয়ে চীনা শিশুদের খেলা করেন। তিনি বলেন, এটি হলো শিক্ষার্থীদের প্রিয় শিক্ষা পদ্ধতি।
হাও খাই লি’র শিক্ষার্থীরা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ স্থান লাভ করেছে।
কেনিয়ায় কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার সময় হাও খাই লি চীনা শিক্ষিকা হিসেবে মাতৃভূমির পক্ষ থেকে স্থানীয়দের সঙ্গে মহামারীর প্রতিরোধমূলক কাজে অংশ নিয়েছেন।
হাও খাই লি তাঁর শিক্ষার্থীদের ‘পৃথিবী ভালবাসায় পূর্ণ হোক’ শীর্ষক চীনা গান শিখিয়েছেন। তিনি বলেন, যখন তাঁরা গানটি গান, তখন তিনি মাতৃভূমির শক্তি এবং আফ্রিকান জনগণের গভীর মৈত্রী ও বন্ধুত্ব অনুভব করতে পারেন।
বর্তমানে হাও খাই লি চীনে ফিরে এসেছেন। তবে প্রতিদিন তাঁর কেনিয়ার শিক্ষার্থীদের কথা পড়ে। কোন এক দিন শিক্ষার্থীদের নিয়ে চীনের সুন্দর দৃশ্য দেখা হলো তাঁর স্বপ্ন।
শিক্ষা হলো ‘অন্যের প্রতি সহানুভূতি ও ভালবাসার’ একটি মাধ্যম। হাও খাই লি শিক্ষার্থীদেরকে আরো বিস্তৃত বিশ্বকে অনুভব করা এবং আফ্রিকার দেশগুলোর সঙ্গে চীনের পারস্পরিক সমঝোতা বাড়ানোর চেষ্টা করছেন। প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখা হলো তাঁর লক্ষ্য। (ছাই/এনাম)