আবৃত্তিশিল্পীদের অধিকার সংরক্ষণ আবৃত্তি সমন্বয় পরিষদের কাজ: আহকাম উল্লাহ
2021-08-13 19:10:45

আপন আলোয় ২৯

আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করা কিন্তু আবৃত্তি সমন্বয় পরিষদের কাজ কখনোই ছিল না, সেটি হবারও কথা নয়। তবে কাজটি কী হওয়া উচিত?

আমি যে কথাটি বললাম, আজকে যে পৃথিবীর একমাত্র রাষ্ট্র- যেখানে আবৃত্তি একটি শিল্পমাধ্যম, রাষ্ট্রীয় শিল্প মাধ্যম। রাষ্ট্রীয় যে কোনো আয়োজনে আবৃত্তি থাকে, টেলিভিশন মিডিয়াগুলোতে আবৃত্তি হচ্ছে। বাংলাদেশ টেলিভিশনে আবৃত্তিশিল্পীদের অডিশন গ্রেডেশন হয়েছে- অর্থাৎ আবৃত্তিশিল্পীদের অধিকার সংরক্ষণ এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সমান্তরাল কর্মসূচি পালন করা- এটি হচ্ছে আবৃত্তি সমন্বয় পরিষদের কাজ। তার মানে সমাজে যখন কোনো সংকট তৈরি হবে, তখন আবৃত্তিশিল্পীরা মানুষের কাছে যাবেন এবং আবৃত্তির মধ্য দিয়ে তাদের অধিকার আদায়ে সংগঠিত করবেন।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বললেন- বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। মুজিবশতবর্ষ উদযাপনে সমন্বয় পরিষদের কর্মসূচি ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোনালেন বঙ্গবন্ধুকে নিবেদিত কিছু কবিতা।

সাক্ষাৎকার গ্রহণ:মাহমুদ হাশিম।