আর্ট হাউজ ফিল্ম ফেস্টিভালে নারীদের জীবনী নিয়ে নির্মিত সিনেমা
2021-08-12 15:14:03

আর্ট হাউজ ফিল্ম ফেস্টিভালে নারীদের জীবনী নিয়ে নির্মিত সিনেমা_fororder_nv5আর্ট হাউজ ফিল্ম ফেস্টিভালে নারীদের জীবনী নিয়ে নির্মিত সিনেমা_fororder_nv6

আর্ট হাউজ ফিল্ম ফেস্টিভালে নারীদের জীবনী নিয়ে নির্মিত সিনেমা_fororder_nv7

আর্ট হাউজ ফিল্ম ফেস্টিভালে নারীদের জীবনী নিয়ে নির্মিত সিনেমা_fororder_nv8

তরুণ প্রতিভা অন্বেষণের জন্য শ্রেষ্ঠ একটি চলচ্চিত্র ইভেন্ট হচ্ছে আর্ট হাউজ ফিল্ম ফেস্টিভাল।সম্প্রতি উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের রাজধানী সিনিংয়ে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ফার্স্ট ফ্রেম বিভাগে ছয়জন চীনা তরুণ নির্মাতার সিনেমা। যেগুলো নির্মিত হয়েছে নারীর দৃষ্টিভঙ্গি ও নারীর জীবনসংগ্রামের গল্প নিয়ে। সিনেমা গুলো হচ্ছে পরিচালক ওয়াং সিদের “এ চ্যাট”, কাও সি শেং এর “রিভার অফ স্যালভেশন”, উ সার “লেডি বাগ” এবং মা ওয়ে চিয়ার অ্যানিমেটেড শর্ট ফিল্ম “স্টেপ ইন দ্য রিভার”। এই উৎসবের একটি অধিবেশনে নির্মাতারা শেয়ার করেন তাদের সিনেমার বাইরের গল্প এবং নির্মাণের অনুপ্রেরণার উৎস। উৎসবের প্রধান আয়োজক তুয়ান লিয়ান উৎসবের এই সিনেমাগুলো নিয়ে বলেন, নারীদের ইতিবাচক গল্প তুলে ধরা হয়েছে সিনেমাগুলোতে। আমরা আশা করি এই আয়োজনের ফলে নারীদের জীবন নিয়ে সিনেমা নির্মাণে তরুণ মেধাবী নির্মাতারা উৎসাহিত হবেন।

হোসনে মোবারক সৌরভ