ডিসেম্বরে কোভ্যাক্স থেকে ৬ কোটি টিকা পাবে বাংলাদেশ
2021-08-12 20:05:50

হাবিবুর রহমান অভি, আগস্ট ১২: বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় প্রায় ৬ কোটি ডোজ করোনার টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। ডিসেম্বরের আগেই বেশ কয়েকটি চালানে টিকাগুলো বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান।

 

ডিসেম্বরে কোভ্যাক্স থেকে ৬ কোটি টিকা পাবে বাংলাদেশ_fororder_jingji4

ছবি: ইউনিসেফ বাংলাদেশ

 

গণমাধ্যমকে তিনি জানান, ‘কোভ্যাক্স কী পরিমাণ টিকা দেবে, কয়টি চালানে কোন দেশের টিকা আসবে তার একটা হিসেব বাংলাদেশ সরকারকে চিঠিতে জানানো হয়েছে। সে অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই ছয় কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ ।’

ডিসেম্বরে কোভ্যাক্স থেকে ৬ কোটি টিকা পাবে বাংলাদেশ_fororder_jingji5

মোস্তাফিজুর রহমান

 

মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ এই ছয় কোটি ডোজ টিকা পাবে সম্পূর্ণ বিনা মূল্যে। তবে, পরবর্তীতে কোভ্যাক্স থেকে টিকা নিতে চাইলে সরকারকে আর্থিক মূল্য পরিশোধ করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, টিকা নিতে এ পর্যন্ত আবেদন করেছেন ৩কোটির বেশি মানুষ। সব মিলিয়ে বিভিন্ন উৎস থেকে টিকা এসেছে দুই কোটি ৯০ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বাংলাদেশের ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনতে হবে, এজন্য প্রয়োজন ২৬ কোটি টিকা।

ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর টিকা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সামনে ৩টি নতুন উৎস উন্মোচন হয়েছে। বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স, চীন ও রাশিয়া।

দরিদ্র দেশগুলোতে টিকাদান নিশ্চিত করতে বৈশ্বিক জোট গ্যাভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কোভ্যাক্স ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন দেশকে ১৯০ কোটি টিকা বিতরণ করতে চায়, এর মধ্যে বাংলাদেশ পাবে ৬ কোটি টিকা।

ডিসেম্বরে কোভ্যাক্স থেকে ৬ কোটি টিকা পাবে বাংলাদেশ_fororder_jingji6

ছবি: ইউনিসেফ বাংলাদেশ

এরইমধ্যে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মর্ডানা থেকে বাংলাদেশ পেয়েছে ৫৫ লাখ টিকা, ফাইজার পাঠিয়েছে ১ লাখ টিকা। চীনের সিনোফার্ম থেকে এসেছে ৩৪ লাখ ৭১ হাজার টিকা। ১৬ লাখ টিকা উপহার হিসেবে পাঠিয়েছে জাপান। সব মিলিয়ে কোভ্যাক্স থেকে এ পর্যন্ত বাংলাদেশ পেয়েছে ১ কোটি ৭ লক্ষ ১৫ হাজার টিকা। 

ডিসেম্বরে কোভ্যাক্স থেকে ৬ কোটি টিকা পাবে বাংলাদেশ_fororder_jingji7

ছবি: গ্যাভি ওয়েবসাইট

কোভ্যাক্স এখন পর্যন্ত ১১টি টিকা উৎপাদনকারী সংস্থার সঙ্গে চুক্তি করেছে। এগুলোর মধ্যে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া চীনের সিনোভ্যাকের টিকাও কোভ্যাক্সের আওতায় পাবে দেশটি।

গণটিকাদান কার্যক্রমে সার্কভুক্ত সাতটি দেশের বাংলাদেশ অবস্থান পাঁচে। ভাইরাসের ভয়াবহতা বুঝতে পেরে টিকা নিতে আগ্রহী বিপুলসংখ্যক মানুষ। বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশের ৮০ শতাংশ মানুষকে শিগগিরই টিকার আওতায় আনতে হবে। তাই টিকার পর্যাপ্ত টিকার মজুদ এখন জরুরি হয়ে পড়েছে।