ছবির মতো সাজানো গ্রাম, আছে পর্যটকের থাকার ব্যবস্থা
2021-08-12 20:03:23

রওজায়ে জাবিদা ঐশী, ১২ আগস্ট: নানা রঙের ফুল আর গাছপালায় ঘেরা গ্রাম অথচ আধুনিক সব সুযোগ সুবিধা। গ্রামের যে কোন বাড়িতে যখন ইচ্ছে থাকতে পারবেন যে কোন পর্যটক। এমনই এক ভিন্নরকম গ্রাম গড়ে তোলা হয়েছে চীনে।

 

ছবির মতো গ্রাম। সবুজ প্রকৃতি, সাজানো ঘরবাড়ি-রাস্তাঘাট, রঙিন পরিবেশ। এমন যেন কল্পনাতেই সম্ভব!

 

ছবির মতো সাজানো গ্রাম, আছে পর্যটকের থাকার ব্যবস্থা_fororder_jingji1

 

চীন জুড়েই যখন চলছে নানা উন্নয়ন, তখন পিছিয়ে নেই গ্রামও। সুনিপুন পরিকল্পনায় প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে গড়ে তোলা হচ্ছে এমন গ্রামীণ জনপদ। গ্রামেই সৃষ্টি করা হয়েছে বহুপাক্ষিক আয়ের উৎস্য। পর্যটনবান্ধব করতে নেয়া হয়েছে নানা পদক্ষেপ।

 

জীবন যাত্রার মান বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আয়ও বেড়েছে কয়েকগুণ। স্থানীয়রা বলছেন, পাঁচ বছর আগেও এখানকার দৃশ্যপট ছিল সম্পূর্ণ আলাদা।   

 

গ্রামের বাসিন্দা তাং লিং বলছিলেন, বসবাসের অনুপযোগী গ্রামকে অপরূপ সাজে সাজানো হয়েছে। সৌন্দর্য উপভোগ করতে তাই পর্যটকের আনাগোসা বছরজুড়ে। 

 

ছবির মতো সাজানো গ্রাম, আছে পর্যটকের থাকার ব্যবস্থা_fororder_jingji2

 

গ্রামটি দুর্গন্ধযুক্ত বর্জ্যক্ষেত্র ছিল এখন এটি একটি সুন্দর পার্কে পরিণত হয়েছে ফাংনিউ গ্রাম একটি মাঝারি সমৃদ্ধ গ্রামে পরিণত হয়েছে উন্নত জীবনযাত্রার মান, সুন্দর পরিবেশ এবং সুখী জীবনের মাধ্যমে আমাদের তিনটি ইচ্ছেই পূরণ হয়েছে

 

 

ছবির মতো সাজানো গ্রাম, আছে পর্যটকের থাকার ব্যবস্থা_fororder_jingji3

 

পেশাদার কোম্পানির সহযোগিতায় বিকাশ ঘটছে ফুল শিল্পের। তৈরি হয়েছে ইকোলজিক্যাল পার্ক। সাংস্কৃতিক ও সৃজনশীল কাজের পাশাপাশি পর্যটকদের জন্য থাকছে উন্নতমানের হোমস্টে’র ব্যবস্থা।