বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান
2021-08-12 15:11:46

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান_fororder_nv3

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান_fororder_nv4.jpg

নেপথ্যে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সব আন্দোলন সংগ্রামের প্রেরণার অন্যতম উৎস তিনি।  তিনি ছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিণী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা  এবং একজন  বিচক্ষণ নারী।

গত ৮ আগস্ট  ছিল এই মহিয়সী নারী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী।

গেল রোববার প্রথমবারের মতো সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের পাঁচ বিশিষ্ট নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বিশিষ্ট এই ৫ নারীকে অভিনন্দন জানান। 

এদিন, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২১ প্রদান’ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে তিনি এ অভিনন্দন জানান।  এসময় প্রধানমন্ত্রী বাঙালি জাতির স্বাধীনতা যুদ্ধের প্রতিটি সংগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অসামান্য অবদানের কথা তুলে ধরেন।  

এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পদক প্রাপ্ত এবং তাদের পরিবারের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। 

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম, রাজনীতিতে মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল এবং শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য জয়া পতি মরণোত্তর এ পুরস্কার পেয়েছেন। এছাড়া কৃষি ও পল্লি উন্নয়নে অবদানের জন্য কৃষি উদ্যোক্তা মোছা. নুরুন্নাহার বেগম এবং গবেষণা ক্ষেত্রে নেত্রকোনা জেলার লেখক ও গবেষক নাদিরা জাহান পেয়েছেন বঙ্গমাতা পদক।এখন থেকে প্রতিবছর ৮ অগাস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এই পদক দেওয়া হবে, যা ‘ক’ শ্রেণিভুক্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হিসেবে গণ্য হবে বলে জানানো হয়।

 

রওজায়ে জাবিদা ঐশী