ছেন হুই লিন
2021-08-11 09:44:10

ছেন হুই লিন_fororder_src=http___www.ywwuyue.com_uploads_allimg_200313_1433323X6_0&refer=http___www.ywwuyue

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের একজন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ছেন হুই লিন। তিনি তার সুন্দর কণ্ঠের জন্য পরিচিত। একসময় তার ইলেকট্রনিক ডান্স সংগীত চীনা পপ সংগীতের ধারায় নেতৃত্ব দিয়েছে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে ছেন হুই লিনের কিছু সুন্দর গান শুনবো।

অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো ছেন হুই লিনের খুব জনপ্রিয় একটি গান ‘নোটবুক’।গান ১

ছেন হুই লিন ১৯৭২ সালে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে তিনি তখনকার হংকংয়ের বিখ্যাত গায়ক চাং শুয়েই ইয়ৌর একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন। এর মাধ্যমে তার প্রতিভা প্রকাশিত হয়। এরপর তিনি একটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে হংকংয়ের শোবিজ জগতে প্রবেশ করেন। ১৯৯৫ সালে ছেন হুই লিন তার প্রথম অ্যালবাম ‘Whenever Will Be Will Be’ প্রকাশ করেন। অ্যালবামের প্রধান গান ‘তোমার কারণেই সবকিছু সুন্দর’ প্রকাশের পরই তা হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় গানে পরিণত হয়। বন্ধুরা, এখন ছেন হুই লিনের এই সুন্দর গান ‘তোমার কারণেই সবকিছু সুন্দর’ শুনুন।গান ২

১৯৯৬ সালে ছেন হুই লিনের প্রথম ম্যান্ডারিন অ্যালবাম ‘আমার মনে হয় না’ মুক্তি পায়। অ্যালবামে তিনি সুন্দরভাবে অনেক কোমল প্রেমের গান গেয়েছে। এই অ্যালবামের মাধ্যমে হংকং ছাড়া ছেন হুই লিন চীনের মূলভূখণ্ডেও জনপ্রিয় হয়েছেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে তার জনপ্রিয় একটি গান ‘আমার মনে হয় না’।গান ৩

গত শতাব্দীর ৯০ দশকে চীনা সংগীত মহলের প্রধান প্রবণতা ছিল পপ সংগীত ও প্রেমের গান। কিন্তু ছেন হুই লিন সবার মতো একই ধরনের গান গাইতেন না। ১৯৯৮ সালে ছেন হুই লিন ইলেকট্রনিক গান গাইতে শুরু করেন। পরে তিনি কিছু ইলেকট্রনিক সংগীতের অ্যালবাম প্রকাশ করেন। ২০০০ সালে ছেন হুই লিনের অ্যালবাম ‘বৈচিত্র্যময় পৃথিবী’ প্রকাশ পায়। বন্ধুরা, এখন ছেন হুই লিনের জনপ্রিয় গান ‘নাচো’ শুনুন।গান ৪

বন্ধুরা, ‘নাচো’ গানটি কেমন লাগলো? এই গানের মাধ্যমে ইলেকট্রনিক সংগীত চীনে জনপ্রিয় হয়; আর ছেন হুই লিনও চীনের ইলেকট্রনিক ডান্স সংগীতের ধারা তৈরি করেন। বন্ধুরা, এখন আমরা শুনবো ছেন হুই লিনের আরেকটি বেশ জনপ্রিয় ইলেকট্রনিক ডান্স গান, গানের নাম ‘এসব মানুষ’।গান ৫

চীনের পাশাপাশি ছেন হুই লিনের গান দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনেক জনপ্রিয় হয়। ২০০১ সাল থেকে তিনি মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্রে কনসার্ট টুর আয়োজন করেছেন। তিনি অনেকবার চীনের বিভিন্ন সংগীত অ্যাওয়ার্ডসে বার্ষিক জনপ্রিয় গায়িকা, শ্রেষ্ঠ গান ও অ্যালবাম ইত্যাদি পুরষ্কার পান। ২০০৮ সালের বেইজিং অলিম্পিক গেমসে তিনি মশালবাহক র‍্যালিতে অংশ নেন এবং সমাপনী অনুষ্ঠানে পারফরম করেন। বন্ধুরা, এখন শুনুন ২০১০ সালে প্রকাশিত ছেন হুই লিনের একটি সুন্দর গান ‘আমাকে জানাও’।গান ৬

এখনও ছেন হুই লিন নতুন অ্যালবাম প্রকাশ করছেন, আর তার পুরানো গানগুলোও বেশ জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে ছেন হুই লিনের আরেকটি সুন্দর গান ‘এই জীবনে তোমার সঙ্গে থাকবো’ শুনবো, আশা করি তার গানগুলো আপনারা পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।