আজকের টপিক: কোভ্যাক্সে চীনা অংশগ্রহণ উন্নয়নশীল দেশগুলোর জন্য আশাব্যঞ্জক
2021-08-11 10:01:44

 

আগস্ট ১০: গত ২৮ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জাতিসংঘের ‘কোভিড-১৯ টিকা বাস্তবায়ন পরিকল্পনা’ (কোভ্যাক্স) আগামি ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ২৫ কোটি ডোজ টিকা গ্রহণ করবে বলে জানিয়েছে।

 

এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি) জানায়, ব্যাপক টিকা সংগ্রহ কার্যকরভাবে কোভ্যাক্স  পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাবে। এই পরিকল্পনার সাহায্যে সবচেয়ে দরিদ্র ৯২টি দেশ টিকা পাবে। এ পর্যন্ত কোভ্যাক্স ১৩৭টি দেশ ও অঞ্চলকে ১৫ কোটি ২০ লাখ ডোজ টিকা প্রদান করেছে।

 

 

(ওয়াং হাইমান/এনাম/ছাই)