আজকের টপিক যুক্তরাষ্ট্র কি কথিত ‘স্বাধীন হংকং প্রত্যাশীদের’ সত্যিকারের ‘নিরাপদ আশ্রয়’ দিতে পারবে ?
2021-08-10 14:10:47

আজকের টপিক যুক্তরাষ্ট্র কি কথিত ‘স্বাধীন হংকং প্রত্যাশীদের’ সত্যিকারের ‘নিরাপদ আশ্রয়’ দিতে পারবে ?_fororder_0810

সবাইকে শুভেচ্ছা। গত ৫ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের সমালোচনা করে একটি স্মারক স্বাক্ষর করেছেন। স্মারকে চীনের কেন্দ্রীয় সরকারকে হংকংয়ের বাসিন্দাদের অধিকার ও স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া হংকংয়ের অধিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো আরো ১৮ মাস পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত জানানো হয়।

স্মারকে বলা হয়, স্বাধীনতা থেকে বঞ্চিত হংকংয়ের  বাসিন্দাদের জন্য ‘নিরাপদ আশ্রয়’ দেওয়া  অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য অনুকূল। এর দ্বার প্রমাণ হল: মার্কিনীরা আবারও কথিত ‘মানবাধিকার’ নিয়ে হংকং তথা চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তার লক্ষ্য হলো হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনকে আক্রমণ করা এবং হংকংয়ের মানুষদের চিন্তাভাবনাকে প্রভাবিত করা। কিন্তু যুক্তরাষ্ট্র কি কথিত ‘স্বাধীন হংকং প্রত্যাশীদের’ সত্যিকারের ‘নিরাপদ আশ্রয়’ প্রদান করতে পারবে?

 

(স্বর্ণা/এনাম/ছাই)