‘পরবর্তী স্টেশনের রানী’
2021-08-10 16:22:12

‘পরবর্তী স্টেশনের রানী’_fororder_t

টুইন্স, চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের এক নারী সংগীত ব্যান্ড। এর সদস্য দু’জন। তাঁদের নাম চুং সিন থুং এবং ছাই চুও ইয়ান। ২০০১ সালের ১৮ মে ব্যান্ডটি গঠিত হয়।

 

২০০৩ সালে ব্যান্ডের অ্যালবাম ‘Touch Of Love’ প্রকাশিত হয়। টুইন্স এরপর ‘পরবর্তী স্টেশনের রানী’ গানটি গেয়ে বিখ্যাত হয়ে ওঠে। ২০০৮ সালে ব্যান্ড-সদস্যের ব্যক্তিগত কারণে সংগীতের কাজ অস্থায়ীভাবে বন্ধ হয়। তারপর ২০১০ সালে টুইন্স ব্যান্ড আবারও সংগীত মহলে ফিরে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন টুইন্স-এর গান ‘পরবর্তী স্টেশনের রানী’। গানের কথাগুলো এমন: বাস স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, ভালোভাবে আমার পথ দেখি, পরের স্টেশনে রানী হলে নিশ্চয় খুশি হবো। তবে বড় তারকা হওয়ার পথে ভয় পেলে কি আমার পিছনে সে থাকবে? ব্যক্তিগত কনসার্টে তাকে ছাড়া গান গাইতে চাই না। আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন টুইন্স-এর গান ‘ঘুড়ি ও বাতাস’। গানের কথায় বলা হয়: বাতি নেই, তাহলে ছায়া কীভাবে হয়। মেঘ ছাড়া আকাশও উঁচু লাগে না। আমি ও সে, যেন নিখুঁত প্রেমিক-যুগল। কে আমার সঙ্গে প্রেমের নদীতে ডুব দেবে। ঘুড়ি ও বাতাস, আনন্দের ব্যথা। বাতাস ছাড়া ঘুড়িও যেন ভারাক্রান্ত।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন টুইন্স-এর গান ‘তোমার সঙ্গে পরিচিত হয়ে খুব আনন্দিত’। গানের কথাগুলো এমন: ছোটবেলার স্বপ্ন, আমি হাসতে বলি। পরস্পরের সত্য কথা বলি। বয়স্কদের মতো কথা বলি, অনেক কথা তোমার সঙ্গে শেয়ার করতে চাই। প্রিয় তুমি, এখন ভালো আছো? তোমার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে? আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন টুইন্স-এর গান ‘আমি তাকে ভালোবাসতে চাই’। গানের কথায় বলা হয়: বৃষ্টি হয়। আমি খুশি নই, কারণ তার দুঃখের মুখ দেখেছি। আমি তাকে ভালোবাসতে চাই, তবে চোখ মিথ্যা কথা বলে। কে আমাকে ভালো উত্তর দিতে পারে?

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এবার শুনুন টুইন্স-এর গান ‘তুমি ভালো প্রেমিক না’। গানের কথাগুলো এমন: আমি জানি, তুমি চলে যেতে চাও। এমন ভালোবাসা মেনে নেওয়া যায় না। আমি জানি, তুমি সবসময় মন পরিবর্তন করো। তুমি ভালো প্রেমিক না।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় সংগীত ব্যান্ড টুইন্স-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)