মত্স্যকন্যা কোচ-হ্যে ছি ইউয়ান
2021-08-10 15:38:51

মত্স্যকন্যা কোচ-হ্যে ছি ইউয়ান_fororder_微信图片_20210810153804

ফ্রি ডাইভিং চীনে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। চীনা মানুষ এ ধরনের ডাইভারদের একটি রোমান্টিক নাম দিয়েছে: মত্সকন্যা। মত্স্যকন্যা তথা ‘মারমেইড’-এর মতো ডাইভিং স্যুট পরে জলে নামে তারা। চীনে এ ক্রীড়া সবচেয়ে ফ্যাশনেবল ক্রীড়া হিসেবে চিবেচনা করা হয়। আজকে আমি আপনাদেরকে মত্সকন্যাদের কোচ হ্যে ছি ইউয়ানের গল্প শোনাবো।

ইউনান প্রদেশের খুনমিংয়ের অ্যাকোয়ারিয়ামে প্রতিদিন মাছের সাথে ‘মত্সকন্যা’-র নাচ দেখা যায়। হ্যে ছি ইউয়ান হলেন মত্সকন্যাদের একজন। তাঁর চোখে "মত্সকন্যা" পানির নিচে মানুষের জন্য একটি মুক্ত, আরামদায়ক ও মার্জিত অবস্থা উপস্থাপন করেন। তিনি সবচেয়ে ভদ্র পদ্ধতিতে সমুদ্রে সুন্দর প্রদর্শনী করতে পছন্দ করেন। তিনি মত্সকন্যার মতো সেজে সমুদ্রের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি, সমুদ্রের নিচের সুন্দর ও গোপন বিভিন্ন দিক তুলে ধরেন, যাতে প্রকৃতির প্রতি মানুষের মনোযোগ বাড়ে।

মত্স্যকন্যা কোচ-হ্যে ছি ইউয়ান_fororder_微信图片_20210810153756

হ্যে ছি ইউয়ান ইউননান প্রদেশের নাসি জাতির মেয়ে। ২০১৭ সালে তিনি ইউননান নর্মাল বিশ্ববিদ্যালয়ের ভিয়েত ভাষা বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় থেকে ভালো গ্রেড পেয়ে পাস করেন। তিনি স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করেন। তিনি সবসময় সহপাঠীদের সঙ্গে নিয়ে পরিবেশ সুরক্ষায় বিভিন্ন তত্পরতায় অংশ নিতেন। ২০২০ সালের সেপ্টেম্বরে হ্যে ছি ইউয়ান আন্তর্জাতিক বিদ্যালয় থেকে মত্সকন্যা কোচের সনদপত্র অর্জন করেন। তখন থেকে তিনি মত্সকন্যা কোচ হিসেবে কাজ শুরু করেন। 

তিনি বলেন, মত্সকন্যা শুধু একটি জনপ্রিয় ও ফ্যাশনেবল ক্রীড়া নয়, এ ধরণের ক্রীড়ার মাধ্যমে প্রকৃতির সুন্দর প্রদর্শনী করা হয়। তিনি আশা করেন, তার মাধ্যমে আরো বেশি মানুষ সমুদ্রকে ভালবাসবে।

হ্যে ছি ইউয়ান ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদেরকে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর মানুষের কার্যকলাপের প্রভাব বুঝিয়ে দেন এবং সমুদ্র সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, প্লাস্টিক পণ্যের ব্যবহার কমাতে হবে; নিয়মিত সমুদ্র পরিষ্কার করতে হবে। তিনি বলেন, সূর্যালোক থেকে বাঁচার জন্য ব্যবহৃত রাসায়নিক সমুদ্রের প্রবালের জন্য ক্ষতিকর। সেজন্য ডাইভিং করার সময় রাসায়নিক সানস্ক্রিন ব্যবহার এড়িয়ে চলতে হবে। সানস্ক্রিন পোশাক বা প্রবাল-বান্ধব খনিজ সানস্ক্রিন বেছে নিতে হবে। জলজ প্রাণীর সাথে যোগাযোগের সময় ‘শুধুমাত্র দেখুন, স্পর্শ করবে নানা’ নীতি অনুসরণ করতে হবে। কোচের কাজ শুরুর প্রথম এক বছরে হ্যে ছি ইউয়ান শিক্ষার্থীদের কাছে প্রশংসিত হয়েছেন।

হ্যে ছি ইউয়ানের শিক্ষার্থীরা প্লাস্টিকের পণ্য খুব কমই ব্যবহার করেন। তারা আশেপাশের মানুষকেও প্রভাবিত করতে চেষ্টা করেন। হ্যে ছি ইউয়ান এতে অনেক আনন্দিত। (ছাই/আলিম)