সহজ চীনা ভাষা: ভুল
2021-08-09 15:25:33

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘ভুল’, এর চীনা ভাষা হল- ‘错误’। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হলো- চীনের বিখ্যাত আধুনিক কবি চেং ছৌ ইয়ু লিখিত একটি কবিতা। ছোটবেলা থেকে তিনি বাবার সঙ্গে চীনের বিভিন্ন জায়গায় বাস করতেন ও ভ্রমণ করতেন; তার সমৃদ্ধ অভিজ্ঞতা কবিতা লেখায় অনেক সাহায্য করেছে। আধুনিক কবিতা লিখলেও চেং ছৌ ইয়ু প্রাচীন চীনা কবিতাগুলো অনেক পছন্দ করেন। লি পাই, লি শাং ইন-সহ কিছু বিখ্যাত প্রাচীন কবির বৈশিষ্ট্য তার কবিতায় দেখা যায়। তার কবিতার ভাষা সহজ ও সুন্দর, সব বয়সের মানুষ তার কবিতা পছন্দ করেন। এই পাঠসহ চেং ছৌ ইয়ু’র অনেক কবিতা চীনা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে।

আজকের পাঠটি চেং ছৌ ইয়ু’র খুব জনপ্রিয় ও প্রতিনিধিত্বকারীর একটি কবিতা। ছোটবেলায় যুদ্ধ এড়ানোর জন্য তিনি একটি ছোট গ্রামে গিয়েছিলেন, সেখানকার বাস্তব অভিজ্ঞতা এ কবিতায় তুলে ধরেছেন।

কবিতার ভাবানুবাদ প্রায় এমন: আমি চিয়াংনান অঞ্চলে পার হই। সে সময়ে বাতাস স্থির ছিল, উইলো ফুল উড়ছিল না। রাস্তা ফাঁকা, আকাশ ক্রমেই অন্ধকার হচ্ছে। যেন এটি নিঃসঙ্গ শহর। কারও জন্য অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে গেছে।তখন, আমি তোমার জানালার পাশ দিয়ে গেছি।  কিন্তু, যার জন্য তুমি অপেক্ষা করে আছো, আমি সে নই!

 

এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

错误 cuò wù ভুল 错误的路 cuò wù de lù ভুল পথ  错误的答案 cuò wù de dá àn ভুল উত্তর 改正错误 gǎi zhèng cuò wù ভুল ঠিক করা

寂寞 jì mò নিঃসঙ্গ 寂寞的城市 jì mòde chéng shìনিঃসঙ্গ শহর 他感到很寂寞 tā gǎn dào hěn jì mòতার অনেক নিঃসঙ্গ লাগে

等待 děng dài অপেক্ষা করা 请稍等 qǐng shāo děng একটু অপেক্ষা করুন   你在等谁?nǐ zài děng      shéi ? তুমি কার জন্য অপেক্ষা করছো?

路过 lù guò পার হয়ে যাওয়া  我路过了一个学校wǒ lù guò le yí gè xué xiào আমি একটি স্কুল পার হয়েছি上班的路上会路过一个医院shàng bān de lù shàng huìlù guò yí gè yī yuan কাজে যাওয়ার পথে একটি হাসপাতাল পার হবে।