মোহাম্মাদ সাদ্দাম হোসেনের সাক্ষাত্কার
2021-08-06 16:02:32

মোহাম্মাদ সাদ্দাম হোসেনের সাক্ষাত্কার_fororder_微信图片_20210806115643

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী মোহাম্মাদ সাদ্দাম হোসেন। তিনি বর্তমানে সিআন জিয়াও থুং বিশ্ববিদ্যালয়ে ফলিত অর্থনীতি  বিষয়ের ওপর পিএইচডি করছেন। তিনি অর্থনৈতিক ডাটা বিশ্লেষণ ও শেয়ার বাজারের পূর্বাভাস নিয়ে গবেষণা করছেন। বিশেষ করে, পিএইচডির জন্য চীনা অধ্যাপক সিয়াং হুইইয়ুনের সাথে শেয়ার বাজারের পূর্বাভাস নিয়ে কাজ করছেন।

 

২০১৯ সালে তিনি চীনের ‘বেল্ট এন্ড রোড।’ আন্তর্জাতিক শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। তিনি দেশি-বিদেশি বিভিন্ন ফোরাম ও সংস্থার সঙ্গে জড়িত আছেন। তিনি অনেক স্বেচ্ছাসেবামূলক কাজের সঙ্গেও জড়িত। তিনি চীনকে ভালবাসেন। চীনা অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে তাঁর গভীর আগ্রহ রয়েছে। তো, কথা বলি তাঁর সঙ্গে।